ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হিন্দুধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে আইনি বিপাকে ‘আশ্রম’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
হিন্দুধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে আইনি বিপাকে ‘আশ্রম’  ‘আশ্রম’ সিরিজে ভণ্ড বাবার চরিত্রে ববি দেওল

ববি দেওল অভিনীত আলোচিত ওয়েবসিরিজ ‘আশ্রম’র নতুন কিস্তি মুক্তি পাওয়ার কথা আগামী ১১ নভেম্বর। তবে হিন্দুধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে অনিশ্চিত হয়ে পড়েছে সিরিজটির ভবিষ্যত।

 

বহুদিন পর ববি দেওলকে আবার অনবদ্য অভিনয় করতে দেখা গিয়েছিল 'আশ্রম'-এ। এই ওয়েবসিরিজে একজন ভণ্ড বাবা বা ধর্মগুরুর ভূমিকায় দেখা গেছে ববি দেওলকে। চন্দন রায় সান্যালকেও দেখা গেছে তার সঙ্গে অভিনয় করতে। এই সিরিজটি নিয়ে মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। কবে আসবে দ্বিতীয় সিরিজ তা নিয়ে ছিল অপেক্ষা। তবে সিরিজ ২-এর ট্রেলার প্রকাশ্যে আসার আগে থেকেই শুরু হয়েছিল বিতর্ক।  

এবার আইনি বিপাকে পড়েছে প্রকাশ ঝা পরিচালিত-প্রযোজিত ওয়েব সিরিজ ‘আশ্রম চ্যাপ্টার ২’। সনাতন হিন্দুধর্ম বিশ্বাসীদের ভাবাবেগে আঘাত হানার অভিযোগে সিরিজের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে মহারাষ্ট্রের কর্ণি সেনা। পাঠানো হয়েছে আইনি নোটিশ।

এই সিরিজের প্রথম অংশে বাবা নিরালাকে (ববি দেওল) দলিত-নিচু জাতের মানুষের ত্রাতা হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু শেষে তার ভালো মানুষের মুখোশ খুলতে শুরু করেছিল। নিজের ভক্তের সুন্দরী স্ত্রী ববিতাকে নেশায় আচ্ছন্ন করে তাকে ধর্ষণ করছেন মন্টি ওরফে বাবা নিরালা। এর পরের কাহিনিই তুলে ধরা হয়েছে ‘আশ্রম চ্যাপ্টার ২’তে।  

ববি দেওল অভিনীত সিরিজটির প্রথম ট্রেলার প্রকাশ্যে আসে ২৮ আগস্ট। তার আগে থেকেই সামাজিকমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছিল নেটদুনিয়ার একাংশ। এরপরই ওটিটি প্ল্যাটফর্ম এমএক্স প্লেয়ার এবং সিরিজের পরিচালক-প্রযোজক প্রকাশ ঝাকে নোটিশ পাঠায় কর্ণি সেনা।

অবিলম্বে নেটদুনিয়া থেকে সিরিজের ট্রেলার সরানোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম থেকে গোটা সিরিজটি তুলে নেওয়ার দাবিও জানানো হয়েছে। ১১ নভেম্বর এমএক্স প্লেয়ারে সিরিজের নতুন চ্যাপ্টার মুক্তি পাওয়ার কথা।  

‘আশ্রম’ ওয়েবসিরিজে ববি দেওল ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল, ত্রিধা চৌধুরী, দর্শন কুমার, অনুপ্রিয়া গোয়েঙ্কা, তুষার পাণ্ডে, অদিতি পোহাঙ্কর-এর মতো অভিনেতারা। তবে এ বিষয়ে কর্ণি সেনাকে কোনও জবাব দেননি প্রকাশ ঝাঁ। তিনি বলেছেন, এখানে এমন কিছুই দেখানো হয়নি যা হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করে। এই ধরণের ঘটনা জালিয়াতির। যা আমাদের দেশেও হয়েছে। তা দেখানোতে কিসের অসুবিধে? সত্যিই এতো ভালো একটি সিরিজকে এভাবে বন্ধ করে দেওয়ার আবেদনে ক্ষুব্ধ নেট দুনিয়ার অনেকেই। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত মুক্তি পায় কিনা 'আশ্রম ২'।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।