ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অনুরূপ আইচের গীতিকাব্যে তিন শ্যামাসংগীত

নিউজরুম এডিটর  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
অনুরূপ আইচের গীতিকাব্যে তিন শ্যামাসংগীত অনুরূপ আইচ

দিওয়ালী তথা সনাতন ধর্মাবলম্বীদের শ্যামা পূজা (দেবী কালী পূজা) উপলক্ষে ভারতে রেওয়াজ মেনে গান প্রকাশ হয়ে থাকে। কিন্তু বাংলাদেশে তা হয় না।

সেই অচলায়তন ভেঙ্গে এবার তিনটি শ্যামাসংগীত প্রকাশ করেছেন নন্দিত গীতিকবি ও লেখক অনুরূপ আইচ। গান তিনটি প্রকাশ পেয়েছে ‘আইচ সং’র ইউটিউব চ্যানেলে।  

অনুরূপ আইচের লেখা শ্যামাসংগীতগুলোর শিরোনাম হচ্ছে- ‘প্রিয় মা’, ‘শ্যামা মা’ ও ‘রক্তজবা’। পর্যায়ক্রমে গানগুলোর শিল্পীরা হলেন- প্রদীপ্ত বাপ্পী, পিজিত মহাজন ও সারোয়ার মাহিন। এই গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছেন এ আর সারোয়ার ও মাহিন সারোয়ার।

এ প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, ‘বাংলাদেশে অনেকের মধ্যে ধর্ম নিয়ে যতটা হানাহানি প্রবণতা রয়েছে, ততটা প্রবণতা নেই ধর্মীয় গান গাওয়া, প্রকাশ করা বা শোনার প্রতি। আমি দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি হামদ-নাতসহ খ্রিষ্টান বা হিন্দু ধর্ম নিয়ে গান করে প্রত্যেক ধর্মের তরুণদের নিজের ধর্মের প্রতি আকর্ষিত করতে। এতে নেশা, ধর্ষণসহ নানা অসামাজিক কর্ম থেকে দূরে থাকতে পারবে তরুণ সমাজ।

‘ব্রিটেনের প্রধান কবি ও বিশ্ববিখ্যাত সুফি মওলানা জালাল উদ্দীন রুমী ও আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভক্ত হিসেবে আমি এই কাজ করে যাচ্ছি। জাতীয় কবির লেখা অনেক জনপ্রিয় শ্যামা সংগীত শুনে আমি অনুপ্রাণিত হয়েছি শ্যামাসংগীত লেখায়। এছাড়া নিজের ধর্মকে ভালোবেসে অন্যের ধর্মের প্রতি সম্মান দেখানোর কথা পবিত্র আল কোরআনে রয়েছে। আশা করি, আমার এই শ্যামা সংগীতগুলো সনাতন ধর্মাবলম্বীদের ভালো লাগবে। ’

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ৩৫, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।