ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাল ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাল ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা সৌমিত্র চট্রোপাধ্যায়

কলকাতা: ভোর ৫টায় বেলভিউ হাসাপতালে পৌঁছান সৌমিত্রকন্যা পৌলমী বোস। শনিবার (১৪ নভেম্বর) থেকে রোববার (১৫ নভেম্বর) সকালে আরও অবনতি হয় অভিনেতার শরীরের।

চিকিৎসকরা জানিয়েছেন, চেতনা নেই সৌমিত্রের। মানে, হাল ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা।

পরিস্থিতি চিকিৎসকদের প্রায় হাতের বাইরে। পাশাপাশি অলৌকিকের ওপরেই সবকিছু ছেড়ে দিয়েছেন তারা। বর্ষীয়ান অভিনেতার মস্তিষ্ক প্রায় অচল। ব্রেন ডেথ কিনা এ বিষয়ে এখনও মুখ খোলেনি হাসপাতাল।

ডা. অরিন্দম কর আগেই জানিয়েছিলেন, বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে তার অবস্থা সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। পরিস্থিতি অত্যন্ত জটিল।

চিকিৎসকদের মতে, সবরকমের চেষ্টা সত্ত্বেও তার শারীরবৃত্তীয় প্রক্রিয়া সাড়া দিচ্ছে না। আগের থেকেও সৌমিত্রের শারীরিক অবস্থা খারাপ। তাকে সবধরনের সাপোর্টে রাখা হয়েছে এবং নিজের জীবনের জন্য লড়ছেন তিনি।

বেলভিউ হাসপাতাল থেকে বলা হয়েছে, আমরা দুঃখিত যে উনি সাড়া দিচ্ছেন না। আমরা শেষ চেষ্টা করছি। অভিনেতার পরিবারও সেটা মেনে নিয়েছেন। তিনি প্রায় এমন জায়গায় আছেন, যেখান থেকে ফেরা কার্যত অসম্ভব।

ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে বর্ষীয়ান এই অভিনেতার সমস্ত রিপোর্ট পৌঁছে গেছে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
ভিএস/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।