ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিভাগীয় শহর থেকে ব্যান্ড খোঁজার উদ্যোগ নিলো ‘চিরকুট’

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
বিভাগীয় শহর থেকে ব্যান্ড খোঁজার উদ্যোগ নিলো ‘চিরকুট’ চিরকুট

নিজেদের সঙ্গে নতুন ব্যান্ডদলকে কনসার্টে গান করার সুযোগ করে দিচ্ছে ব্যান্ডদল চিরকুট। এজন্য ব্যান্ডটি নিয়েছে নতুন উদ্যোগ।

হ্যাঁ, দেশের ৮টি বিভাগীয় শহরের ব্যান্ড নিয়ে শুরু হচ্ছে প্রতিযোগিতা।  

এ বিষয়ে চিরকুট’র ফেসবুক পেজে জানানো হয়েছে, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, খুলনা সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ- সকল বিভাগের নতুন ব্যান্ডদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের গান (ভিডিওসহ হলে ভালো) আমাদের পাঠাতে পারেন। এখান থেকে যোগ্যতার ভিত্তিতে বাছাই করা পাঁচটি ব্যান্ড-পারফর্ম করবে আমাদের সামনের কনসার্টে। শেষ তারিখ ২৫ নভেম্বর। নিজেদের মৌলিক গান হতে হবে। দুই একটা কাভার হলেও সমস্যা নেই। গান পাঠানোর ঠিকানা: [email protected]

ব্যান্ড চিরকুট বর্তমানে ইনডোর কনসার্ট নিয়ে ব্যস্ত। করোনা সংক্রমণের পর তারাই প্রথম ব্যান্ড হিসেবে এতে অংশ নিয়েছে।

২০১০ সালে চিরকুটের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ প্রকাশ পায়। ২০১৩ সালে বাজারে আসে ‘জাদুর শহর’। দুটি অ্যালবামই পেয়েছিল ব্যাপক শ্রোতাপ্রিয়তা। এরপর ৪ বছরের বিরতে নিয়ে ব্যান্ডটি প্রকাশ করেছিল তাদের তৃতীয় অ্যালবাম ‘উধাও’।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।