ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গ্র্যামি মনোনয়নে এগিয়ে টেইলর সুইফট-বিয়ন্সে, চমক দেখালো বিটিএস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
গ্র্যামি মনোনয়নে এগিয়ে টেইলর সুইফট-বিয়ন্সে, চমক দেখালো বিটিএস টেইলর সুইফট, বিয়ন্সে ও বিটিএস সদস্যরা

বিশ্বের অন্যতম মর্যাদাকর গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৩তম আয়োজন হতে যাচ্ছে ২০২১ সালের ৩১ জানুয়ারি। এবারে সদ্যঘোষিত মনোনয়ন তালিকায় বিয়ন্সে, টেইলর সুইফট ও ডুয়া লিপা এগিয়ে থাকলেও আলোচনার আলো কেড়েছে বিশ্বের অন্যতম সেরা দক্ষিণ কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) ৬৩তম গ্র্যামির মনোনয়ন ঘোষণা করা হয়। এতে সাড়া জাগানো ‘ডিনামাইট’ গানটির জন্য মনোনয়ন লাভ করে বিটিএস।

সেরা পপ দ্বৈত বা দলগত পারফর্ম্যান্স ক্যাটাগরিতে বিটিএস এ মনোনয়ন পেয়েছে। একই ক্যাটাগরিতে আরও মনোনয়ন পেয়েছেন লেডি গাগা ও আরিয়ানা গ্রান্ডে, টেইলর সুইফট ও বন আইভার, জাস্টিন বিবার ও কোয়াবো।  

আগামী ৩১ জানুয়ারি (রোববার) বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।  

গতবছর গ্র্যামির আসরে উপস্থিত হয়েছিলেন বিটিএসের সদস্যরা। সেসময় তারা গ্র্যামি জেতার ইচ্ছের কথাও গোপন রাখেননি। তবে এবার প্রতিযোগিতার দৌড়ে সামিল হয়েছেন তারা।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।