ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

বিনোদন

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে তৌকীর আহমেদের চলচ্চিত্র ‘স্ফুলিঙ্গ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে তৌকীর আহমেদের চলচ্চিত্র ‘স্ফুলিঙ্গ’ ‘স্ফুলিঙ্গ'র মহরতে নির্মাতার সঙ্গে শিল্পীরা। ছবি: রাজীন চৌধুরী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তৌকীর আহমেদ ‘স্ফুলিঙ্গ’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করছেন।

বুধবার (৯ ডিসেম্বর) রাজধানীর একটি ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে চলচ্চিত্রটির নাম ঘোষণা করা করা হয়।

সঙ্গে এই চলচ্চিত্রে যারা অভিনয় করবেন তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

চলচ্চিত্রটিতে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী জাকিয়া বারী মম, চিত্রনায়িকা পরীমনি, প্রবীণ অভিনেতা আবুল হায়াত, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, রওনক হাসান, শ্যামল মাওলা প্রমুখ। আবুল হায়াত ও মম ছাড়া সবাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 

অনুষ্ঠানে তৌকীর আহমেদ বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। বঙ্গবন্ধুর কর্মজীবন, তার আদর্শ এবং তিনি যে জাতির স্থপতি - বিষয়টি আরেকবার তরুণ সমাজের কাছে তুলে ধরতে চাই। আজকের তারুণ্য ও মুক্তিযুদ্ধের সময়কার তারুণ্যকে এতে তুলে ধরা হবে। অনেক আগেই আমরা শুটিং শুরু করতে চেয়েছিলাম, কিন্তু করোনার কারণে তা হয়নি। স্বাস্থ্যবিধি মেনে এবং সকল ধরনের নিয়ম মেনে আমরা চলচ্চিত্রটির শুটিং করবো।

তিনি আরও জানান, ব্যান্ড দলের সদস্যদের নিয়ে চলচ্চিত্রটির গল্প এগিয়ে যাবে। সত্যিকারের ব্যান্ডদলের সদস্যরাই এতে অভিনয় করবেন।

প্রথমবার তৌকীর আহমেদের পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা পরীমনি। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, এই চলচ্চিত্রটিতে কাজ করতে পারা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। তৌকীর ভাইয়ের মতো গুণী মানুষের সঙ্গে কাজ করা সত্যি ভাগ্যের ব্যাপার। আমি চেষ্টা করবো ভালোভাবে নিজেকে মেলে ধরতে।

প্রবীণ অভিনেতা মামুনুর রশীদ বলেন, তৌকীরের ‘রূপ কথার গল্প’ চলচ্চিত্রে এর আগে কাজ করেছি। আবার বহুদিন পর তার পরিচালনায় অভিনয় করতে যাচ্ছি। বিষয়টি সত্যি আনন্দের।

স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় ‘স্ফুলিঙ্গ’ নির্মিত হচ্ছে। চলচ্চিত্রটির সংগীতপরিচালনা করছেন পিন্টু ঘোষ। অনুষ্ঠানের এক ফাঁকে নিজের কণ্ঠে চলচ্চিত্রটির ‘দূরে রাখা ভোর তোমার নামে’ শিরোনামের গান পরিবেশন করে মুগ্ধ করেন তিনি।

আগামী ১১ ডিসেম্বর থেকে রাজধানীতে ‘স্ফুলিঙ্গ’র শুটিং শুরু হচ্ছে। এটি আগামী মার্চ মাসে মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন নির্মাতা।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
জেআইএম/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।