ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রের প্রদর্শনী

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রের প্রদর্শনী ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রের প্রদর্শনী

ঢাকা: তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটির প্রদর্শনী ১১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর শাহবাগের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

প্রতিদিন শো এর সময়সূচি হচ্ছে দুপুর ৩টা, বিকেল সাড়ে ৫টা ও রাত ৮টায়।

১৬ ডিসেম্বর বিজয় দিবসে বেলা ১১টায় আরেকটি প্রদর্শনী হবে।

এছাড়া, শুক্রবার (১১ ডিসেম্বর) থেকে ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ও যমুনা ব্লকবাস্টারে নিয়মিত প্রদর্শিত হবে। বসুন্ধরা সিনেপ্লেক্সের সময়সূচি হচ্ছে দুপুর দেড়টা, বিকেল সোয়া ৪টা, সন্ধ্যা ৭টা। ধানমন্ডির সীমান্ত সম্ভারের সময়সূচি হচ্ছে দুপুর ২টা, বিকেল পৌনে ৫টা, সন্ধ্যা সাড়ে ৭টা। মহাখালীর এসকেএস টাওয়ারের সময়সূচি হচ্ছে দুপুর দেড়টা, বিকেল সোয়া ৪টা, সন্ধ্যা ৭টা। এছাড়া, চট্টগ্রামের সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।

একজন ত্যাগী বামপন্থি নেতার জীবন নিয়ে নির্মিত ২ ঘণ্টা ১৭ মিনিট দৈর্ঘ্যের ‘রূপসা নদীর বাঁকে’। চলচ্চিত্রটির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন তানভীর মোকাম্মেল, চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান, সম্পাদনায় ছিলেন মহাদেব শী, শিল্প নির্দেশনা ও প্রধান সহকারী পরিচালক উত্তম গুহ, আবহসঙ্গীতে ছিলেন সৈয়দ সাবাব আলী আরজু, পোশাকে চিত্রলেখা গুহ ও মেকআপে মোহাম্মদ আলী বাবুল। ছবিটির সহকারী পরিচালক ছিলেন রানা মাসুদ, সৈয়দ সাবাব আলী আরজু ও সগীর মোস্তফা।

‘রূপসা নদীর বাঁকে’ ছবিটিতে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, উত্তম গুহ, মাসুম বাশার, আবদুল্লাহ রানা, বৈশাখী ঘোষ, সংগীতা চৌধুরী, মিলি বাশার, জেবুন্নেসা টুনটুনি, পাভেল ইসলাম, শরীফ হোসেন ইমন, মোহসীন শামীম, ইকবাল আহমেদ, এনায়েত এ মাওলা জিন্নাহ, মাহমুদ আলম, খন্দকার সোহান, পংকজ মজুমদার, ইব্রাহীম বিদ্যুৎ, শ্যামল বিশ্বাস, আছিরউদ্দীন মিলন, নবকুমার সরকার, জহির বাচ্চু, মৃণাল দত্ত, প্রশান্ত কর্মকার, স্বপন গুহ, শেখ আবুল খায়ের, নাহার কৃপা, অপরূপ রাহী, আজম শেখ, রানা মাসুদ, রেজাউল করিম সিদ্দীক, মেহেদী আল আমীন, শিশু শিল্পী তূর্য, হিয়া, হিমু, পৌর্শিয়া ও অতিথি শিল্পী অ্যান্ড্রু জোন্স।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।