ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘সামাজিক শৃঙ্খলায় সংগীতের ভূমিকা’ শীর্ষক ভিন্নষড়জের আলোচনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
‘সামাজিক শৃঙ্খলায় সংগীতের ভূমিকা’ শীর্ষক ভিন্নষড়জের আলোচনা

‘সামাজিক শৃঙ্খলায় সংগীতের ভূমিকা’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সাংস্কৃতিক সংগঠন ভিন্নষড়জ এই আলোচনার আয়োজন করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিন্নষড়জের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এ.কে. এম কৌশিক আহমেদ।

আলোচনায় অংশ নেন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. শাহাবুদ্দিন বাদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড.  শাহনাজ নাসরীন ইলা, বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন বিপিএম, পিপিএম, উপমহাদেশের প্রখ্যাত ধ্রুপদ শিল্পী পণ্ডিত নির্মাল্য দে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ও অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের প্রভাষক মো. সাখাওয়াত হোসেন।

আলোচকবৃন্দরা সামাজিক শৃঙ্খলায় সংগীতের ভূমিকা উল্লেখ করে প্রাতিষ্ঠানিক শিক্ষায় প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সংগীত বিভাগকে দ্রুত অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।  

ডিআইজি আব্দুল বাতেন বলেন, অপরাধীদের শোধনাগারেও সংগীতশিল্পী নিয়োগ দেওয়া একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। যার মাধ্যমে অপরাধীরা আলোর পথের সন্ধান পাবে।  

দ্বিতীয় পর্বের সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিন্নষড়জের সদসস্যরা।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।