ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

শুটিং সেট থেকে বেবি বাম্পের ছবি প্রকাশ কারিনার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
শুটিং সেট থেকে বেবি বাম্পের ছবি প্রকাশ কারিনার কারিনা কাপুর খান

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন। কিছুদিন পরই তার ঘরে আসছে নতুন অতিথি।

 

এদিকে অন্তঃসত্ত্বা অবস্থাতেই বর্তমানে শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন কারিনা। সেট থেকে নিজের বেবি বাম্প দেখিয়ে ছবিও তুলে তা দিয়েছেন সামাজিক মাধ্যমে। আর প্রকাশের পরই ছবিগুলো ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে কারিনাকে পিঙ্ক রঙের স্পোর্টস টপ আর ট্রাউজারে দেখা গেছে। তার মুখে মেকআপ ছিল না। জানা যায়, একটি নামী ব্র্যান্ডের জন্য শুটিংয়ের ফাঁকে ভক্তদের জন্য ছবিগুলো উপহার দিয়েছেন তিনি।

গর্ভাবস্থার শুরু থেকেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন কারিনা। আমির খানের ‘লাল সিং চাড্ডা’-র শুটিং করেছেন তিনি। শোনা গেছে, সিনেমাটিতে ভিএফএক্স করে তার বেবি বাম্প সরিয়ে দেওয়া হবে।  

এছাড়া কিছুদিন আগে স্বামী সাইফ আলী খান এবং পুত্র তৈমুরকে নিয়ে দিল্লি উড়ে গিয়েছিলেন এই তারকা। সেখানে ‘ভূত পুলিশ’ সিনেমার শুটিং করেছিলেন সাইফ।

এর আগে প্রথম সন্তানের সময়ও গর্ভাবস্থায় একাধিকবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন কারিনা। অংশ নিয়েছিলেন টিভি শো’তেও।  

কারিনা কাপুরের ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি টম হ্যাঙ্কসের বিখ্যাত ‘ফরেস্ট গাম্প’ সিনেমার অফিসিয়াল বলিউড রিমেক। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর আমিরের সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরতে যাচ্ছেন এই অভিনেত্রী।  

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।