ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

১৬ ডিসেম্বর উপলক্ষে জোন বায়েজের ‘বাংলাদেশ’ তানিমের কণ্ঠে (ভাবানুবাদ)

নিউজরুম এডিটর  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
১৬ ডিসেম্বর উপলক্ষে জোন বায়েজের ‘বাংলাদেশ’ তানিমের কণ্ঠে (ভাবানুবাদ) মহান ফাহিম ও তানিম মাহমুদ

সময়টা ১৯৭১। বাংলাদেশ তখনও পূর্ব পাকিস্তান।

ঘরে ঘরে পাকহানাদার বাহিনীর জ্বালানো আগুনে পুড়ছে বাংলা। লক্ষ পরিবার ধ্বংসস্তুপে মিশে গেছে। অসংখ্য মানুষ সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয় খুঁজেছে ভারতের শরণার্থী আশ্রয় কেন্দ্রে।

কত ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন বীরাঙ্গনা মায়েরা। আর শহীদ হয়েছেন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা। তাঁদের অবিস্মরণীয় স্মৃতিকে স্মরণ করে চির কৃতজ্ঞতা প্রকাশ করলেও, জাতি তাঁদের কাছে ঋণী আজীবনই।

মুক্তিযুদ্ধকালীন সময়ে পৃথিবীর আরেক প্রান্তের জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী সেই বিষাদের ভয়াবহ চিত্র এঁকেছেন গানে গানে, সারা পৃথিবীকে জানান দিয়েছেন বাংলাদেশের কথা।

হ্যাঁ, জোন বায়েজের ‘বাংলাদেশ’ অবলম্বনে ভাবানুবাদ করেছেন পশ্চিমবঙ্গের নন্দিত সংগীতশিল্পী রুপম ইসলাম। মহান বিজয় দিবস উপলক্ষে গানটি অর্থহীন ব্যান্ডের সদস্য মহান ফাহিমের নতুন সংগীতায়োজনে কণ্ঠে তুলেছেন তানিম মাহমুদ।

নতুন আঙ্গিকে প্রকাশ্যে আনা এ গান সম্পর্কে মহান ফাহিম বাংলানিউজকে বলেন, ‘গানটি একটি ইতিহাস। নতুন প্রজন্মের কাছে তা মেলে ধরতেই আমাদের এই প্রয়াস। আমরা চাই, শ্রোতারা নতুন আঙ্গিকে গানটি শুনুক। তাদের ভালো লাগলেই আমাদের কাজটি সার্থক। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ও নিরন্তর ভালোবাসা। ’

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিজয় দিবসকে উপলক্ষ করে গায়ক তানিম মাহমুদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘বাংলাদেশ’ শীর্ষক গানটি।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।