ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ডিজিটাল প্ল্যাটফর্মে প্রথম মুক্তি পেল শাকিব-মাহির সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
ডিজিটাল প্ল্যাটফর্মে প্রথম মুক্তি পেল শাকিব-মাহির সিনেমা শাকিব খান ও মাহিয়া মাহি

মহান বিজয় দিবস উপলক্ষে ওটিটি (ওভার দ্য টপ) তথা ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেল চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত সিনেমা ‘নবাব এলএলবি’।  

বুধবার (১৬ ডিসেম্বর) রাতে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটার অ্যাপে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে।

ভার্চ্যুয়াল টিকিট কেটে নির্দিষ্ট সময় পর্যন্ত দর্শক সিনেমাটি উপভোগ করতে পারছেন।  

হলিউড ও বলিউডে নিয়মিত বাণিজ্যিক সিনেমা মুক্তি পেতে দেখা যায়। তবে বাংলাদেশে এটিই প্রথম বাণিজ্যিক সিনেমা যা ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেল।

বিষয়টি নিয়ে শাকিব খান ও মাহিয়া মাহি দু’জনই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

৯৯, ১৫০, ৪০০ ও ৬০০টায় বিভিন্ন মেয়াদের টিকিট কেটে সিনেমাটি দেখা যাচ্ছে। মুক্তি আগে অগ্রিম টিকিট বিক্রিতে ভালো সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

অনন্য মামুনের পরিচালনায় সেলেব্রিটি প্রোডাকশনের ব্যানারে ‘নবাব এলএলবি’ নির্মিত হয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এতে আরও রয়েছেন রাশেদ মামুন অপু, সুষমা সরকার, শবনম, শাহেদ আলী ও সুমন আনোয়ার প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।