ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঠোঁটে ঠোঁটে নতুন বছরের শুভেচ্ছা জানালেন সোনম-আনন্দ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
ঠোঁটে ঠোঁটে নতুন বছরের শুভেচ্ছা জানালেন সোনম-আনন্দ আনন্দ আহুজা-সোনম কাপুর

২০২০ সালের জুলাইয়ে স্বামীর সঙ্গে লন্ডনে পাড়ি জমান সোনম কাপুর। তারপর থেকে নটিং হিলের বাড়িতেই সময় কাটছে নায়িকার।

 

২০২১ সালকে একসঙ্গেই স্বাগত জানালেন সোনম ও আনন্দ আহুজা। ‘অভিশপ্ত ২০২০’ সালকে বিদায় জানিয়ে নতুন বছরকে সোনম আলিঙ্গন করলেন স্বামীর সঙ্গে উষ্ণ চুমু শেয়ার করে। সেই ছবি ইনস্টায় পোস্ট করেন অনিলকন্যা।  

ছবির ক্যাপশনে সোনম লেখেন, ‘২০২১ সালটাকে আমার ভালোবাসার মানুষটির মতো আপন করে নিতে প্রস্তুত। এই বছরটা ভরপুর হোক ভালাবাসায়। পরিবার, বন্ধু, কাজ, ভ্রমণ, আধ্যাত্মিক চিন্তা বিকাশের সঙ্গে আমি আমার জীবনের সেরা সময়টার দিকে তাকিয়ে আছি। খুব কঠোর পরিশ্রম করবো এবং মন খুলে বাঁচবো। পেছন ফিরে কোনওদিন তাকাবো না। ’ 

ছবিতে সাদা হাই-নেক পোশাকে ধরা দিলেন সোনম। অন্যদিকে, আনন্দের দেখা মিলল কালো পোশাকে। গত বছর মার্চ মাসে দেশে ফেরবার পর দিল্লিতে আনন্দের পৈতৃক বাড়িতেই লকডাউনের বেশিরভাগ সময় কাটান সোনম। এরপর জুলাইয়ের শুরুতে মুম্বাইয়ে বাবা-মায়ের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে লন্ডনে ফিরে যান অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।