মহাকাশ নিয়ে ব্যাপক আগ্রহ ছিল প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের। একজন নভোচারীর চরিত্রে অভিনয় করতে আমেরিকার নাসাতে গিয়েও প্রশিক্ষণ নিয়ে এসেছিলেন তিনি।
‘চান্দা মামা দূর কে’ নামের সিনেমাটির ঘোষণা হয়েছিল ২০১৭ সালে। সেখানে একজন নভোচারীর ভূমিকায় অভিনয় করার কথা ছিল সুশান্ত সিংয়ের। এজন্য ব্যাপক প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। কিন্তু ২০১৮ সালে বারবার কাজ পিছিয়ে যাওয়ার কারণে হাল ছেড়ে দিয়েছিলেন সুশান্ত।
ভারতের প্রথম মহাকাশভিত্তিক সিনেমাটিতে অভিনয় করার কথা ছিল সুশান্তের। আজ সুশান্ত নেই। এমন অবস্থায় সিনেমাটির কাজ আবারও শুরু করার চিন্তা করছেন নির্মাতা সঞ্জয় পুরাণ সিং। তবে এবার ‘চান্দা মামা দূর কে’ সিনেমাটি প্রয়াত সুশান্তকেই উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমকে সঞ্জয় বলেন, সিনেমাটিকে সিঁকেয় তুলে রাখিনি। আমি আশা করি আমি মনের মধ্যে যে দৃশ্যগুলো কল্পনা করি তা পর্দায় ফুটিয়ে তুলতে পারব। আমি সিনেমাটির কাজ বাদ দিইনি। সুশান্তের মৃত্যু তো এক বছরও হয়নি। তাকে হারিয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছি।
সিনেমাটির সঙ্গে সুশান্ত কতটা নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন তার স্মৃতিচারণা করেছেন নির্মাতা। তাই সিনেমাটি প্রয়াত জনপ্রিয় অভিনেতাকেই উৎসর্গ করতে চান তিনি। তিনি বলেন, সিনেমাটি বানিয়ে আমি সুশান্তকেই উৎসর্গ করব। এটা তার পাওনা। তিনি স্ক্রিপ্টের সঙ্গে খুব জড়িত ছিলেন। এতে তিনিও অনেক অবদান রেখেছেন।
নভোচারীর ভূমিকায় অভিনয় করার জন্য ২০১৭ সালেই চুক্তিবদ্ধ হয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। নভোচারীদের জীবন কেমন হয় তা প্রত্যক্ষভাবে অভিজ্ঞতা নিতে তিনি ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) ঘুরে এসেছিলেন। তার মৃত্যুর পর তার বিকল্প আর কাউকে ভাবতে পারেননি সঞ্জয়। এখন নতুন করেই স্ক্রিপ্ট সাজানোর চিন্তা করছেন তিনি।
Sushant Singh Rajput to undergo special training at NASA's Space & Rocket Center... Enacts the part of an astronaut in #ChandaMamaDoorKe... pic.twitter.com/W4b9BYELCE
— taran adarsh (@taran_adarsh) August 2, 2017
‘চান্দা মামা দূর কে’ সিনেমায় নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং আর মাধবনের অভিনয় করার কথা ছিল। নতুন প্রেক্ষিতে তারা থাকবেন কিনা তা জানতে আরও কিছুদিন সময় লাগবে।
বাংলাদেশ সময়:১২২৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এমকেআর