ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘আপ’ সিরিজের নির্মাতা মাইকেল অ্যাপটেড আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
‘আপ’ সিরিজের নির্মাতা মাইকেল অ্যাপটেড আর নেই মাইকেল অ্যাপটেড

নন্দিত টিভি ডকুমেন্টারি সিরিজ ‘আপ’ এবং নব্বইয়ের দশকে জেমস বন্ড সিনেমার নির্মাতা মাইকেল অ্যাপটেড আর নেই। শুক্রবার (৮ জানুয়ারি) ৭৯ বছর বয়সে মারা যান এ খ্যাতিমান ব্রিটিশ পরিচালক।

 

সে সময়ের বহু সফল সিনেমার পরিচালক ছিলেন মাইকেল। এর মধ্যে ‘কোল মাইনার’স ডটার’ (১৯৮০), ‘গরিলাস ইন দ্য মিস্ট’ (১৯৮৮) ও বন্ড সিনেমা ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’ (১৯৮৮) অন্যতম।

সিনেমার চেয়ে টিভি সিরিজ ‘আপ’র জন্যই বেশি খ্যাত ছিলেন মাইকেল। দীর্ঘকালব্যাপী চলা এ ডকুমেন্টারি সিরিজে তিনি ১৪ জন ব্রিটিশ আদিবাসীর (ব্রিটন) জীবনকে ধাপে ধাপে তুলে ধরেছেন। ১৯৬৪ সালে যখন তাদের বয়স সাত বছর ছিল তখন থেকেই কয়েক প্রজন্ম ধরে যাত্রা শুরু হয় এ ডকুমেন্টারির। প্রতি সাত বছর পরপর একেক ধাপে নির্মিত হয়েছে সিরিজটি। ২০১৯ সালে ওই ব্রিটনদের বয়স ৬৩ বছর হওয়া পর্যন্ত চলেছে এ সিরিজ।  

ব্রিটেনের আইটিভিতে প্রচারিত হতো ‘আপ’। টেলিভিশনটির প্রধান কেভিন লাইগো মাইকেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।