নন্দিত টিভি ডকুমেন্টারি সিরিজ ‘আপ’ এবং নব্বইয়ের দশকে জেমস বন্ড সিনেমার নির্মাতা মাইকেল অ্যাপটেড আর নেই। শুক্রবার (৮ জানুয়ারি) ৭৯ বছর বয়সে মারা যান এ খ্যাতিমান ব্রিটিশ পরিচালক।
সে সময়ের বহু সফল সিনেমার পরিচালক ছিলেন মাইকেল। এর মধ্যে ‘কোল মাইনার’স ডটার’ (১৯৮০), ‘গরিলাস ইন দ্য মিস্ট’ (১৯৮৮) ও বন্ড সিনেমা ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’ (১৯৮৮) অন্যতম।
সিনেমার চেয়ে টিভি সিরিজ ‘আপ’র জন্যই বেশি খ্যাত ছিলেন মাইকেল। দীর্ঘকালব্যাপী চলা এ ডকুমেন্টারি সিরিজে তিনি ১৪ জন ব্রিটিশ আদিবাসীর (ব্রিটন) জীবনকে ধাপে ধাপে তুলে ধরেছেন। ১৯৬৪ সালে যখন তাদের বয়স সাত বছর ছিল তখন থেকেই কয়েক প্রজন্ম ধরে যাত্রা শুরু হয় এ ডকুমেন্টারির। প্রতি সাত বছর পরপর একেক ধাপে নির্মিত হয়েছে সিরিজটি। ২০১৯ সালে ওই ব্রিটনদের বয়স ৬৩ বছর হওয়া পর্যন্ত চলেছে এ সিরিজ।
ব্রিটেনের আইটিভিতে প্রচারিত হতো ‘আপ’। টেলিভিশনটির প্রধান কেভিন লাইগো মাইকেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এমকেআর