ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সমরজিৎ রায়ের শততম গান হৈমন্তী শুক্লার সুরে

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
সমরজিৎ রায়ের শততম গান হৈমন্তী শুক্লার সুরে হৈমন্তী শুক্লা ও সমরজিৎ রায়

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা সুর করলেন বাংলাদেশের গুণী সংগীতশিল্পী সমরজিৎ রায়ের জন্য। প্রকৃতপক্ষে দু’জনের মধ্যে সুরের বিনিময়ই হয়েছে।

এর আগে সমরজিৎ- এর কথা ও সুরে ‘তুমি ভোরের পাখির মতো’ শিরোনামের গানটি তাঁরই সঙ্গে গেয়েছিলেন হৈমন্তী শুক্লা।  

সমরজিৎ রায়ের প্রতি অগাধ স্নেহ এবং আন্তরিকতার কারণে এবার তাঁর জন্যই সুর করলেন হৈমন্তী শুক্লা। এর আগে নিজের জন্য কয়েকটি গানের সুর করলেও অন্য কারো জন্য এই প্রথম সুর করলেন তিনি। ‘কিছু কিছু রাত’ শিরোনামের এই গানটির মধ্য দিয়েই মৌলিক গানের শতক পূর্ণ হবে শিল্পী সমরজিৎ রায়ের।

হৈমন্তী শুক্লা এক ভিডিও বার্তায় বলেন, ‘সমরজিৎ আমার অত্যন্ত স্নেহের পাত্র। খুব গুণী ছেলে। ভালো সুর করে এবং লেখেও ভালো। ওর লেখা ও সুরের গান আমি গেয়েছি আগেই। আমার তখন থেকেই ওকে বেশ ভালো লেগেছে। গান বাজনা সম্পর্কে ভীষণ জ্ঞান রাখে সে। আর শুধু জ্ঞানে তো গান হয় না, গানটা ভেতর থেকে আসে, যেটা ওর মধ্যে খুব ভালো আছে। ছোট ছেলের মতো সমরজিৎ একদিন বায়না করলো একটা গানের সুর করে দিতে হবে। ও অনেক ভালো গায় কোনও সন্দেহ নেই। কিন্তু আমি তো সুরকার নই। সুর করতে জানি না। আমাকে কেউ সুর করে গানটি তৈরি করে দিলে সেটা গাওয়ার চেষ্টা করি। ’

তিনি আরও বলেন, ‘আগে যে কয়েকটি গানের সুর করিনি তা নয়, তবে সেটা নিজের জন্য। এর আগে সমরজিতের কথা ও সুরে আমি গান করেছিলাম। এবারে ওর বায়নায় ওর জন্য আমি সুর করে দিলাম। লেখাটাও বেশ ভালো লিখেছে সে। ‘কিছু কিছু রাত এতোই দীর্ঘ, শেষ হয়েও যেন হয় না শেষ’ একদম খাঁটি বাংলা গান। আমি হয়তো যা সুর করেছি তার থেকেও অনেক ভালো গেয়ে দিয়েছে সমরজিৎ। ও এতো সুন্দর সংগীতায়োজন করেছে যে, সর্বোপরি গানটি বেশ ভালো দাঁড়িয়েছে। ’

সমরজিতের গায়কীতে উচ্ছ্বসিত হয়ে হৈমন্তী শুক্লা বলেন, ‘ওর অনেক গুণ আছে। আমি তাঁর গায়কীতে ‍উচ্ছ্বসিত। আপনাদের যদি গানটি ভালো লেগে থাকে, তবেই আমাদের দু’জনের স্বার্থকতা। আপনাদের ভালো লাগাটাই আসল। একটা গান গেয়ে শুধু নিজের ভালো লাগলে তো হবে না, শ্রোতাদের ভালো লাগার বিষয়টা আমাদের দেখা উচিৎ। অবশ্য, সেটা সমরজিৎ খুব ভালো করে। আমি খুব আশা রাখছি, এই গানটি আপনাদের মধ্যে খুব সমাদৃত হবে। খুব ভালো হোক সমরজিতের এবং আপনারা সবাই ওর জন্য অনেক আশীর্বাদ করবেন। ’

সমরজিৎ রায়কে দেখে প্রথমদিনের অভিজ্ঞতা এবং তাঁর সঙ্গে সমরজিৎ এর দ্বৈতকণ্ঠে গাওয়া ‘তুমি ভোরের পাখির মতো’ গানটি সম্পর্কে ফেসবুক লাইভের এক ভিডিওতে হৈমন্তী শুক্লাকে বলতে শোনা যায়, ‘প্রথমদিন যখন আমার বাড়িতে সে আমার জন্য গান নিয়ে এলো, আমি ভাবলাম ছোট্ট ছেলে কী না কী সুর করেছে কে জানে। কিন্তু প্রথম লাইনটাই যখন সে গাইলো আমি বুঝতে পারলাম ওর মধ্যে অনেক কিছুই আছে। খুব ভালো গান করে, ভালো গান তৈরি করে। খুব সুন্দর। এতো ভালো লেগেছিলো গানটি আমার। সমরজিতের ভীষণ ভালো সেন্স গানের ব্যাপারে। প্রথম গানটিতে যখন সে বিভিন্ন রাগ রাগিণীর মধ্যে চলে যাচ্ছিল এবং বলছিলো দিদি এই জায়গায় এই রাগের উপর করলাম তখনই আমি বুঝতে পেরেছিলাম যে, ও অনেক শেখা ছেলে। ’ 

ক্লাসিক্যাল গানের মেজাজ এবং আর্টিস্টিক সেন্স সম্পর্কে হৈমন্তী শুক্লা বলেন, ‘আসলে কি জানেন ক্লাসিক্যাল গান শুধু শিখলেই হয় না, ক্লাসিক্যাল গানের মেজাজটা নিয়ে এসে বাংলা গানের মধ্যে ঢোকানোর জন্য একটা আর্টিস্টিক সেন্স থাকা দরকার যেটা ওর মধ্যে পুরোপুরি রয়েছে। খুব গুণী মানুষ, গুণী ছেলে। আমার কিন্তু প্রথমেই শুনে গানটি ভীষণ ভালো লেগেছিল। আমি ওকে দেখে এটা বুঝেছিলাম যে, একটা গান পাগল ছেলে অন্য জগতের মানুষ সে। ’

গানটি নিয়ে সমরজিৎ বলেন, ‘আমি ভীষণভাবে আবেগে আপ্লুত যে, হৈমন্তী দিদির মতো এতো বড়ো মাপের একজন শিল্পী আমার জন্য সুর করেছেন। এটা আমার জীবনের বিশাল প্রাপ্তি। ওনার সঙ্গে দ্বৈতকণ্ঠে গাইতে পারাটাও ছিল আমার কাছে স্বপ্নের মতো।

‘দিদির সুরে গাওয়ার আগ্রহ প্রকাশ করলে তিনি বললেন, ‘আরে আমি কি সুর করতে পারি? তাছাড়া তুই এতো ভালো সুর করিস, আমার সুর কি তোর পছন্দ হবে?  আসলে এতোটা বিনয়ী হওয়া দিদির পক্ষেই শুধু সম্ভব, কারণ উনি হলেন প্রকৃতশিল্পী। যাই হোক, আমার পীড়াপীড়িতে তিনি রাজি হয়ে গেলেন আমার জন্য একটি গানের সুর করতে। দিদির এই স্নেহ ও ভালোবাসা কোনদিনও ভুলবো না। ’ 

সমরজিৎ আরও বলেন, ‘উনি সুর করবেন বলে গানটি আমি নিজেই লেখার চেষ্টা করেছি। যেহেতু আমি গীতিকার নই, তাই জানি না কতটুকু লিখতে পেরেছি। তবে লেখাটি দিদির অনেক পছন্দ হয়েছে, এটা আমার ভীষণ ভালো লাগার বিষয়। লেখাটি দিদিকে পাঠানোর ঠিক এক ঘন্টার মধ্যেই গানটির স্থায়ী সুর করে আমাকে আগ্রহ ভরে ফোনে তুলে দিয়েছিলেন তিনি। কয়েকদিন পরে গানটির অন্তরা সুর করার সময় কখনো কখনো দিদি একেকটা লাইন আমাকে সুর করে ভিডিও কলে শোনাতেন এবং জিজ্ঞেস করতেন আমার পছন্দ হচ্ছে কি না! গানটির পুরোসুর করার পরে প্রায় প্রতিদিন আমাকে তিনি ভিডিও কল করে গানটি একবার করে শুনতেন। খুশি হতেন। সেই সঙ্গে অনেক কিছু শুধরেও দিতেন। আহারে কী অসাধারণ সুর করলেন দিদির। আসলে ওনার আশীর্বাদ আমার জীবনের অনেক পরম পাওয়া এবং সঞ্চয় হয়ে থাকবে। তাছাড়া আমার শততম মৌলিক গানটিই দিদির সুরে গাইতে পেরেছি এক জীবনে এর চেয়ে বেশি কিছু আর কী চাই?’

‘কিছু কিছু রাত’ শিরোনামের এই গানটির সুর করেছেন কিংবদন্তি সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা। গানটির কথা লিখেছেন ও সংগীতায়োজন করেছেন শিল্পী সমরজিৎ রায় নিজেই। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু। গানটির শব্দগ্রহণে ছিলেন এ.বি. লিমন। মিক্সিং ও মাস্টারিং করেছেন গৌতম বসু। চিত্রগ্রহণে লেন্স প্লাস এবং ভিডিও সম্পাদনা করেন মুম্বাইয়ের প্রেম প্রকাশ কর্ণ।  

গানটি প্রকাশিত হবে আগামী ২৪ জানুয়ারি সমরজিৎ রায়’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আগামী ২৪ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ৯ টায় বিবিপি টিভির ফেসবুক পেইজের (www.facebook.com/bbpworldwide) লাইভে গানটির প্রকাশনার পাশাপাশি এটি গেয়ে শোনাবেন হৈমন্তী শুক্লা এবং সমরজিৎ রায়।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।