ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

বিনোদন

বাবা হারালেন শাহরিয়ার নাজিম জয়

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
বাবা হারালেন শাহরিয়ার নাজিম জয় জয় ও তার বাবা

না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের বাবা মো. নাজিম উদ্দিন আহমেদ (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ৬টা ৩০মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বাবা হারানোর বিষয়টি ফেসবুকে জয় নিজেই জানিয়েছেন। তিনি লেখেন, আমি আমার বাবাকে হারিয়েছি। সকাল ৬টা ৩০মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি)  প্রধান প্রকৌশলী এবং পরিচালক পর্ষদের সদস্য।

বাদ যোহর রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা যায়।

শাহরিয়ার নাজিম জয়ের পিতৃবিয়োগে শোক প্রকাশ করেছেন শোবিজে তার সহকর্মী ও বন্ধুরা।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।