ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘স্ফুলিঙ্গ’ সিনেমার ফার্স্টলুকে ধরা দিলেন পরীমনি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
‘স্ফুলিঙ্গ’ সিনেমার ফার্স্টলুকে ধরা দিলেন পরীমনি ‘স্ফুলিঙ্গ’ সিনেমার ফার্স্টলুক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নন্দিত পরিচালক তৌকীর আহমেদ নির্মাণ করেছেন ‘স্ফুলিঙ্গ’। আগামী মার্চে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে, এরই মধ্যে শুরু হয়েছে প্রচারণা।

রোববার (২৪ জানুয়ারি) রাতে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার ফার্স্টলুক ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা গিয়েছে সিনেমাটির কেন্দ্রীয় একটি চরিত্রের অভিনেত্রী পরীমনিকে।

৫০ সেকেন্ডের ফার্স্টলুকে একটি কনসার্টের আবহচিত্র উঠে এসেছে। সেখানে দর্শক সারিতে দাঁড়িয়ে পরীমনিকে গানের তালে হাত তালি দিয়ে নাচতে দেখা যায়। এছাড়া শোনা গিয়েছে লালনগীতি ‘সময় গেলে সাধন হবে না…’ গাইতে।  

গত ৯ ডিসেম্বর বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির ঘোষণা দেন তৌকীর আহমেদ। এরপর ১১ ডিসেম্বর গাজীপুরের রাজেন্দ্রপুরে সিনেমাটির শুটিং শুরু হয়। টানা ২৩ দিনের মাথায় এর দৃশ্যধারণ সম্পন্ন হয়। বর্তমানে সিনেমাটি রয়েছে সম্পাদনার টেবিলে।

নির্মাতা জানিয়েছেন, ‘স্ফুলিঙ্গ’র গল্প গড়ে উঠেছে একটি ব্যান্ড দলকে ঘিরে। বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই মূলত সিনেমাটি নির্মিত হচ্ছে।

পরীমনি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন-জাকিয়া বারী মম, রওনক হাসান, শ্যামল মাওলা, আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু, হাসনাত রিপন প্রমুখ।
 
স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় ‘স্ফুলিঙ্গ’র সংগীত পরিচালনায় রয়েছেন পিন্টু ঘোষ।  

 

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্ট, জানুয়ারি ২৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।