'এই মাসের শুরুতে আমার বাবা মারা যান, আজ মিডিয়ায় যে আমাকে মেয়ের মতো আগলে রাখতেন, সেই পিতা চলে গেলে। একই মাসে আমি দুই পিতাকে হারালাম।
বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানকে স্মরণ করে কথাগুলো বলছিলেন নন্দিত অভিনেত্রী তারিন জাহান।
তিনি বলেন, উনি যে আমাকে কতটা স্নেহ করতেন, তা বলে বোঝাতে পারব না। আমাকে মেয়ের মতো দেখতেন। আমার সৌভাগ্য হয়েছিল একই সংগঠনের (বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ) হয়ে ওনার সঙ্গে কাজ করার। অসুস্থ অবস্থাতেও একুশে ফেব্রুয়ারিতে আমাদের সঙ্গে শহীদ মিনারে গিয়ে ফুল দিতে চেয়েছিলেন। তাকে হারানোর ক্ষতি পূরণ করা যাবে না।
অভিনেত্রী তারিন জাহানের বাবা মো. শাহজাহান গত ৯ ফেব্রুয়ারি মারা গেছেন।
আরও পড়ুন: >>চলে গেলেন এটিএম শামসুজ্জামান
>>এটিএম শামসুজ্জামানের মৃত্যু অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি
>>হৃদয়ে বেঁচে থাকবেন অভিনেতা এটিএম শামসুজ্জামান: প্রধানমন্ত্রী
>>এটিএম শামসুজ্জামানের বর্ণাঢ্য কর্মজীবন
>>পর্দায় খারাপ মানুষটা, বাস্তবে অনেক ভালো মানুষ ছিলেন: আনোয়ারা
>>১১ বার হজ করেছেন, আরেকবারের ইচ্ছা অপূর্ণ রয়ে গেল
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
জেআইএম/এমকেআর