ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিনোদন

আখড়াবাড়ির আয়োজনে প্রথম আন্তর্জাতিক শিল্পকর্ম প্রদর্শনী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, মার্চ ১, ২০২১
আখড়াবাড়ির আয়োজনে প্রথম আন্তর্জাতিক শিল্পকর্ম প্রদর্শনী

আখড়াবাড়ির উদ্যোগ ও আয়োজনে অনলাইনে উদ্বোধন হলো প্রথম আন্তর্জাতিক শিল্পকর্ম প্রদর্শনী।  

রোববার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় আখড়াবাড়ির ইউটিউব চ্যানেলে এ প্রদর্শনীর প্রথম পর্ব শুরু হয়।

এর দ্বিতীয় পর্ব শুরু হবে ২ মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। উভয় প্রদর্শনী পর্বই চলবে ৩১ মার্চ পর্যন্ত।

এমার্জিং আর্টিস্ট এবং সিনিয়র আর্টিস্ট এ দুই ক্যাটাগরির প্রদর্শনীতে অংশ নিচ্ছেন- বাংলাদেশ, ভারত, ফ্রান্স, শ্লোভাকিয়া, আমেরিকা, জাপান, মেক্সিকো, কোরিয়া, সাউথ আফ্রিকা, ভেনিজুয়েলা, পেরু, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, আর্জেন্টিনা, তুর্কি, তোগো, রোমানিয়া, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের শিল্পীরা।

অতিথি শিল্পী হিসেবে অংশ নিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী মনিরুল ইসলাম, স্বনামধন্য শিল্পী অধ্যাপক মাহমুদুল হক, ভাস্কর ও চিত্রশিল্পী হামিদুজ্জামান খান, শিল্পী শহিদ কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের অধ্যাপক জামাল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শেখ আফজাল, ভারতের চিত্রশিল্পী শ্রী যোগেন চৌধুরী, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পেইন্টিং বিভাগের সাবেক প্রধান পার্থপ্রতিম দেব, কলকাতা গভার্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্রাফটের অধ্যক্ষ অধ্যাপক শ্রী ছত্রপতি দত্ত, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পেইন্টিং বিভাগের অধ্যাপক শ্রী দিলীপ মিত্র, আসামের শিল্পী শ্রী দিলীপ তামলি, জাপানের ফুকুসিমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিল্পী ওয়াতানাবে কোইচি ও অধ্যাপক হিরোশি আরাই এবং মেক্সিকোর শিল্পী জর্জ ইসমায়েল রোদরেগুয়েজ।

আখাড়াবাড়ি প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার যোগীপাড়া গ্রামে। প্রতিষ্ঠাতা মো. তরিকত ইসলামের ‘আখড়াবাড়ি’ সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের প্লাটফর্ম হিসেবে শিল্পের নানা শাখা নিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন দেশের শিল্পীদের এক প্লাটফর্মে এনে প্রথমবারের মতো আয়োজন করছে অনলাইনে আন্তর্জাতিক শিল্পকর্ম প্রদর্শনী। নিচের লিংকে প্রদর্শনী দেখার আমন্ত্রণ।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মার্চ ১, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।