বিশ্ব বিনোদনের মর্যাদাপূর্ণ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৭৮তম আসর অনুষ্ঠিত হয়েছে। করোনার আবহে এবারের ভিন্ন রকম আয়োজনে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে ‘নোম্যাডল্যান্ড’।
এবারের আয়োজন অনুষ্ঠিত হয়েছে ভার্চ্যুয়ালি। সোমবার (০১ মার্চ) নিউ ইয়র্কের রকফেলার সেন্টারের রেইনবোর রুম থেকে মার্কিন অভিনেত্রী টিনা ফে এবং লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিল্টন থেকে অভিনেত্রী অ্যামি পোহেলার যোগ দিয়ে অনুষ্ঠান সঞ্চালনা করেন। চতুর্থবারের মতো তারা গোল্ডেন গ্লোব সঞ্চালনার দায়িত্ব পেলেন।
হলিউড প্রেস এসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে হলিউড, টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমের সেরা কাজগুলোকে প্রতিবারের মতো এবারও পুরস্কৃত করা হয়েছে।
এক নজরে দেখে নেয়া যাক ৭৮তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের বিজয়ীদের:-
সেরা সিনেমা (ড্রামা): নোম্যাডল্যান্ড
সেরা সিনেমা (কমেডি/মিউজিক্যাল): বোরাট সাবসিকোয়েন্ট মুভিফ্লিম
সেরা অভিনেতা (ড্রামা): চ্যাডওয়েক বোজম্যান
সেরা অভিনেত্রী (ড্রামা): অ্যান্ড্রা ডে
সেরা অভিনেতা (কমেডি/মিউজিক্যাল): সচা ব্যারন কোহেন
সেরা অভিনেত্রী (কমেডি/মিউজিক্যাল): রোসামুন্ড পাইক
সেরা পরিচালক: ক্লোয়ি ঝাও
সেরা সহ-অভিনেতা: ড্যানিয়েল কালুয়া
সেরা সহ-অভিনেত্রী: জোডি ফস্টার
সেরা বিদেশি ভাষার সিনেমা: মিনারি
সেরা টেলিভিশন ধারাবাহিক: ‘দি ক্রাউন’
টেলিভিশন ধারাবাহিকের সেরা অভিনেতা: জশ ও’কনর
টেলিভিশন ধারাবাহিকের সেরা অভিনেতা: এমা কোরিন
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
জেআইএম