ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘পদ্মাপুরাণ’ সিনেমার নতুন গান প্রকাশ্যে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
‘পদ্মাপুরাণ’ সিনেমার নতুন গান প্রকাশ্যে ‘পদ্মাপুরাণ’র একটি দৃশ্য

পদ্মানদীর অববাহিকায় থাকা মানুষগুলোর বর্তমান অবস্থা, তাদের মানসিকতা, আর্থিক অবস্থা এবং জীবন ধারণ প্রক্রিয়া নিয়ে পরিচালক রাশিদ পলাশ নির্মাণ করেছেন ‘পদ্মাপুরাণ’।

বৃহস্পতিবার (১১ মার্চ) সিনেমাটি একটি গান প্রকাশ পেয়েছে লাইভ টেকের ইউটিউব চ্যানেলে।

‘নোনা’ শিরোনামের গানটির কথা, সুর ও সংগীত বিবেক মজুমদারের। এতে কণ্ঠ দিয়েছেন আরিফ।  

পরিচালক রাশিদ পলাশ বলেন, করোনার জন্য ‘পদ্মাপুরাণ’ রিলিজে কিছুটা বিলম্ব হয়েছে। আমরা স্কুল-কলেজ খোলার অপেক্ষায় ছিলাম। এখন সেটা খোলার আভাস মিলেছে তাই সিনেমার গান দিয়ে সামনে আসা। আমাদের বিশ্বাস দর্শক ‘নোনা’ গানটি পছন্দ করবেন। আমার কাছে সিনেমা নিছক বিনোদন নয়, এটা একটা বোধ, একটা বিশ্বাস। ‘নোনা’য় সে বোধ খুঁজে পাওয়া যাবে।

সিনেমাটি প্রসঙ্গে তিনি জানান, পদ্মার পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বদলে যেতে শুরু করেছে নদী পারের মানুষের জীবন। এই বদলগুলোই ‘পদ্মাপুরাণ’ সিনেমার ফ্রেমে আনতে চেয়েছেন তিনি।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- প্রসূন আজাদ, সাদিয়া মাহি, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ।  

 

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।