সিরাজগঞ্জ: মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে পক্ষকালব্যাপী ইসাবেলা নাট্যোৎসব।
এ নাট্যোৎসবের মধ্য দিয়ে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রভাব কাটিয়ে উৎসবে মেতে উঠেছে সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন।
বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টায় উৎসবের চতুর্থ দিনে নাট্যধার প্রযোজিত ছাগতত্ব নাটক মঞ্চায়ন হয়। এদিন হলরুমে দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। শাহীন রহমান রচিত ও মাহমুদুল হাসান লালনের নির্দেশনায় নাটকটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়।
এর আগে ৮ মার্চ সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পক্ষকালব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন করেন ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
এ সময় জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস মমিন বাবু ও জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে জেলার সবচেয়ে প্রাচীন নাট্য সংগঠন তরুণ সম্প্রদায়ের বাউথনামা নাটকের পঞ্চাশতম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় নাট্য নিকেতন প্রযোজিত দিলীপ গৌর রচিত ও নির্দেশিত কিশোর ক্ষুদিরাম নাটক প্রদর্শিত হবে।
সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহম্মেদ বাংলানিউজকে বলেন, মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট এ উৎসবের আয়োজন করেছে। একুশে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দা ইসাবেলার নামে গড়ে ওঠা ইসাবেলা ফাউন্ডেশন’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত উৎসব চলবে ২০ মার্চ পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
আরএ