ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

বিনোদন

হাসপাতালে ভর্তি আশীষ বিদ্যার্থী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
হাসপাতালে ভর্তি আশীষ বিদ্যার্থী আশীষ বিদ্যার্থী

ভারতের বর্ষীয়ান অভিনেতা আশীষ বিদ্যার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। করোনা আক্রান্ত হওয়ার পর তিনি দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

তবে শারীরিকভাবে সুস্থ আছেন তিনি।

আশীষ বিদ্যার্থী নিজেই বিষয়টি এক ভিডিওবার্তায় জানিয়েছেন।

শুক্রবার (১২ মার্চ) ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে এই অভিনেতা বলেন, ‘গতকাল আমি কিছুটা অসুস্থ বোধ করি। এরপর করোনার টেস্ট করার পর রিপোর্ট পজিটিভ আসে। আমি এখন দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছি। তবে আমি এখন ভালো আছি। যারা শারীরিকভাবে অসুস্থ বোধ করবেন, তাদেরই করোনা টেস্ট করানোর অনুরোধ জানাচ্ছি।  

১৯৯৪ সালে আশীষ বিদ্যার্থী ‘দ্রোহকাল’ সিনেমার জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন। তিনি একাধারে হিন্দি, তেলেগু, তামিল, মালায়ালাম ও বাংলা ভাষার সিনেমায় অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ‘১৯৪২: অ্যা লাভ স্টোরি’, ‘ইস রাত কি সুবাহ ন্যাহি’ এবং ‘কাহো না পেয়ার হ্যায়’ ইত্যাদি।

৫৮ বছর বয়সী এই অভিনেতা ছাড়াও সম্প্রতি বলিউড তারকাদের মধ্যে করোনা আক্রান্ত হয়েছে রণবীর কাপুর, রণবীর সোওরি, সঞ্জয় লীলা বানসালি।  

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।