ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চোখ দিয়ে পানি চলে আসছিল…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
চোখ দিয়ে পানি চলে আসছিল… দীঘি

‘লাফ দিয়ে গাড়ি থেকে নেমে গেলাম। কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম।

চোখ দিয়ে পানি চলে আসছিল...’

রোববার (১৪ মার্চ) দুপুরে ফেসবুকে এক স্ট্যাটাসে কথাগুলো লিখেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। মূলত রাস্তায় ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমার বিলবোর্ড দেখে নিজের আবেগ ধরা না রাখতে পারার মুহূর্তের বর্ণনা দিয়ে গিয়ে এসব কথা লেখেন শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত এই অভিনয়শিল্পী। সঙ্গে সিনেমাটির মুক্তির নতুন তারিখও জানান তিনি।

দীঘি লেখেন, ‘৪ তারিখের শুটিং শেষ করতে করতে ৫ তারিখ হয়ে গেল! খুবই ক্লান্ত হয়ে বাসায় ফিরছিলাম। তখন বাজে ভোর ৫টা ৪৪মিনিট। ঘুম ঘুম চোখে গাড়ির ভিতর থেকে হঠাৎ দেখতে পেলাম হাতিরঝিল এ বিশাল একটা বিলবোর্ড। লাফ দিয়ে গাড়ি থেকে নেমে গেলাম। কিছুক্ষণ এর জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। চোখ দিয়ে পানি চলে আসছিল...।

তিনি আরও লেখেন, ‘প্রায় ৮ বছর পর নিজের বিলবোর্ড দেখলাম। সবার সামনে রাস্তায় দাঁড়িয়ে কাছে গিয়ে ছবি তুললাম। আসলে এসব অনুভূতি ভাষায় প্রকাশের মতো না। আর আজ ঘুম থেকে উঠে শুনি আমার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ২৬ মার্চ স্বাধীনতা দিবসে মুক্তি দেওয়া হবে। খুব অল্প সময়ে অনেক অর্জন করে ফেলছি। আমার প্রতি সবার ভালোবাসা আমাকে আসলেই বারবার মুগ্ধ করে। আলহামদুলিল্লাহ। ’

শুক্রবার (১২ মার্চ) দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা মধ্য দিয়ে বড় পর্দায় নায়িকা হিসেবে অভিষেক ঘটেছে দীঘির। একই দিনে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ মুক্তি পাওয়ার কথা ছিল।  সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ায় এর মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।