১২ বছরের বেশি বয়সের নারীদের গান গাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল আফগানিস্তান সরকার। তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার মুখে মেয়েদের প্রকাশ্যে গান গাওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান।
দেশটির শিক্ষা মন্ত্রণালয় এমন উদ্ভট সিদ্ধান্ত বাতিলে বাধ্য হয়। এর আগে গত সপ্তাহে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
নিষেধাজ্ঞা অনুযায়ী, ১২ বছরের বেশি বয়সী মেয়ে শিক্ষার্থীদের জন্য প্রকাশ্যে গান গাওয়া নিষিদ্ধ করা হয়। তবে এমন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেন দেশটির নারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা গান গেয়ে আপলোড করে সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানান। এরপরই চাপের মুখে পড়ে এই নিষেধাজ্ঞা বাতিল করে সরকার।
এক বিবৃতিতে দেশটির শিক্ষা মন্ত্রণালয় স্বীকার করে নেয় যে, নিষেধাজ্ঞার বিষয়টি নীতিগত অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ ছিল না।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এমকেআর