ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আমাকেও কটূক্তি করতে ছাড়ে না বিজেপি: নুসরাত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
আমাকেও কটূক্তি করতে ছাড়ে না বিজেপি: নুসরাত নুসরাত জাহান

অভিনেত্রী থেকে রাজনীতির অঙ্গনে নেমে এখন পুরোদস্তুর রাজনীতিক হয়ে উঠেছেন নুসরাত জাহান। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে এখন আপাতত অভিনয়ে বিরতি নিয়ে রাজনীতির মাঠে সময় দিচ্ছেন অভিনেত্রী।

 

‘যে মুখ্যমন্ত্রীর আমলে নারীরা সবচেয়ে বেশি সুরক্ষিত সেই মহিলাকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করবেন না আপনারা?” বক্তার এমন প্রশ্নের উত্তরে দর্শকাসনে বসা মহিলারা হাত তুলে সমস্বরে জানিয়ে দিলেন ‘হ্যাঁ, চাই’। বক্তা তৃণমূলের সংসদ সদস্য তথা অভিনেত্রী নুসরাত জাহান। বৃহস্পতিবার (১৮ মার্চ) একটি প্রচার সভায় গিয়েছিলেন তিনি। সেই প্রচারসভাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার আহ্বান জানালেন বসিরহাটের সংসদ সদস্য।

এদিন বক্তৃতায় রাজ্যে নারী সুরক্ষার উপর জোর দেন অভিনেত্রী-রাজনীতিক নুসরাত জাহান। তিনি বলেন, ‘গত ১০ বছরে আমাদের রাজ্যে দিদির মুখ্যমন্ত্রীত্বে নারীরা সবচেয়ে বেশি সুরক্ষিত। যা বিজেপি শাসিত রাজ্যে কল্পনার বাইরে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলারা মোটেই সুরক্ষিত নয়। তার প্রমাণ আপনারা পেয়েছেন উত্তরপ্রদেশের হাথরসে। ’ 

এরপরই ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’, ‘সবুজসাথী’ প্রভৃতি প্রকল্পের কথা তুলে ধরে তৃণমূল নেত্রী বলেন, ‘নারীদের জন্য এমন প্রকল্প দেশের অন্য কোনও রাজ্যে নেই। এর ফলে আমাদের রাজ্যে মেয়েদের কম বয়সে বিয়ের প্রবণতা অনেক কমেছে। বিজেপি নেতাদের মুখে নারী সুরক্ষার কথা মানায় না। ওরা মহিলাদের সম্মান দিতে জানে না। ওদের কথায় মোটেই বিশ্বাস করবেন না। ওরা মহিলাদের কটূক্তি করে। এমনকি আমাকেও বাদ দেয় না। ’

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।