ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

বিনোদন

শুরু হলো শ্রাবন্তীর রাজনৈতিক অভিযান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
শুরু হলো শ্রাবন্তীর রাজনৈতিক অভিযান শ্রাবন্তী

রাজনীতিতে অভিষেক করেই বিজেপির টিকিট পেয়েছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পরপরই নিজের পাড়ায় এসে মন্দিরে পূজা দিয়ে প্রচারণা শুরু করেছেন শ্রাবন্তী।

বিজেপির হয়ে টিকিট পাওয়ার পর কলকাতার বেহালায় একটি শীতলা মন্দিরে এসে পূজা দিয়ে প্রণাম করলেন তারকা প্রার্থী শ্রাবন্তী। একইসঙ্গে দেওয়াল লিখনেও অংশগ্রহণ করলেন।

বেহালা পশ্চিমেই ছোটবেলাটা কেটেছিল শ্রাবন্তীর। সেখানেই বিজেপির প্রার্থী ঘোষিত হওয়ায় খুব উচ্ছ্বসিত শ্রাবন্তী। তিনি বলেন, ‘নিজের পাড়ায় এসেছি। নিজের ছোটবেলাটা আমার এখানে কেটেছে। এখান থেকে আমি বড় হয়েছি। আমার খুব ভালো লাগছে। এই পাড়ার মেয়ে আমি। এখানে এসে আমি খুব খুশি। ’

প্রার্থী ঘোষিত হওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সাধারণ মানুষের সঙ্গে আমি থাকব। তাদের জন্য কাজ করতে সচেষ্ট হব। বিপক্ষে হেভিওয়েট প্রার্থী রয়েছে জানি। তবে আমি ভগবানকে খুব বিশ্বাস করি। আমি এখানকার মেয়ে। আশা করি এখানকার বাসিন্দারা আমার সাথে থাকবে। ’

বেহালা পশ্চিমে তার বিপক্ষে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়। যদিও তাতে ঘাবড়াতে নারাজ বিজেপির তারকা প্রার্থী শ্রাবন্তী। উল্লেখ্য, বেহালা পূর্বেও তারকা প্রার্থী দিয়েছে বিজেপি। সেখানে পায়েল সরকারকে প্রার্থী করেছে গেরুয়া শিবির।

একইসঙ্গে এদিন শ্রাবন্তী আরও বলেন, ‘খেলা হবে কীসের ইঙ্গিত, আমি নিজেও বুঝতে পারি না। বুঝতেও চাই না। আমি এতদিন রুপালি পর্দায় ছিলাম। এবার মানুষের জন্য কিছু করতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।