ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

করোনা আক্রান্ত বাবা-মার পাশে থাকতে দেশে ফিরেছেন মারুফ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
করোনা আক্রান্ত বাবা-মার পাশে থাকতে দেশে ফিরেছেন মারুফ কাজী মারুফ ও কাজী হায়াৎ

সম্প্রতি মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন নন্দিত চলচ্চিত্রনির্মাতা-অভিনেতা কাজী হায়াৎ ও তার স্ত্রী। এমন সময়ে বাবা-মার পাশে থাকতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন চিত্রনায়ক কাজী মারুফ।

দেশে ফিরেই হাসপাতালে ছুটে যান মারুফ। দেশে ফিরে বাবা-মার সার্বক্ষণিক খেয়াল রাখছেন তিনি।  

মারুফ বলেন, আমি মারুফ হয়েছি, সারা দেশের মানুষ আমাকে চিনেছে বাবা-মার জন্যই। শুধু সন্তান নয়, তারা একজন অভিনেতা মারুফকে জন্ম দিয়েছেন। এই কৃতজ্ঞতা এক জীবনে শোধ হবে না। আমার বাবা-মার জন্য সবার কাছে দোয়া চাইছি।

মারুফের দেশে আরও পড়ে আসার কথা ছিল। কিন্তু বাবা-মা করোনায় আক্রান্ত শুনে তিনি অপেক্ষা না করে ছুটে এসেছেন বলে জানিয়েছেন।  

ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘ইতিহাস’ দিয়ে নায়ক হিসেবে দেশব্যাপী পরিচিতি পান কাজী মারুফ। এরপর উপহার দিয়েছেন বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা। এর মধ্যে রয়েছে- ‘অন্ধকার’, ‘ক্যাপ্টেন মারুফ’, ‘দেহরক্ষী’ ইত্যাদি। ২০১৫ সাল থেকে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন মারুফ। বিয়ে করে আমেরিকায় বসবাস শুরু করেন। সেখানে ব্যবসা নিয়েই তার ব্যস্ততা।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।