হিন্দি সিনেমার অন্যতম শীর্ষ পুরস্কার ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২১’ ঘোষণা হয়েছে। এবার সাতটি পুরস্কার জিতে ‘থাপ্পড়’ এবং ছয়টি পুরস্কার জিতে ‘গুলাবো সিতাবো’ রয়েছে সাফল্যের শীর্ষে।
প্রয়াত দুই অভিনেতা ইরফান খান ও সুশান্ত সিং রাজপুতের স্মৃতিতে ভাস্বর হয়ে ওঠে ফিল্মফেয়ার উৎসব। শনিবার (২৭ মার্চ) মুম্বাইয়ে ফিল্মফেয়ারের ৬৬তম আসর বসে। এবার সেরা অভিনেত্রী হিসেবে ‘ব্ল্যাক লেডি’ হাতে তুললেন তাপসী পান্নু। ‘থাপ্পড়’ সিনেমার জন্য সেরার পুরস্কার পেলেন তিনি। ২০২০ সালের সেরা সিনেমার শিরোপাও পেল ‘থাপ্পড়’।
‘আংরেজি মিডিয়াম’ সিনেমার জন্য মরণোত্তর ফিল্মফেয়ারে ভূষিত হলেন ইরফান। পাশাপাশি তাকে জীবনকৃতি সম্মানও দেওয়া হয়। সমালোচকদের পছন্দের তালিকায় ‘গুলাবো সিতাবো’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার উঠলো অমিতাভ বচ্চনের হাতে।
সম্প্রতি ঘোষিত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা। যেখানে সেরা সিনেমার শিরোপা পেয়েছে প্রয়াত সুশান্তের ‘ছিছোরে’। ফিল্মফেয়ারের মঞ্চে তার সিনেমা পুরস্কৃত না হলেও ঘুরেফিরে উঠে এলো তার কথা। আজও তাকে মিস করে সিনেদুনিয়া। তাই তো সেরা কোরিওগ্রাফারের পুরস্কারটি হাতে নিয়েই ফারহা খান বললেন, ‘সুশান্তই আমার কাজটা সহজ করে দিয়েছিল। এই পুরস্কার জয়ের কৃতিত্ব ওরই। ’
একনজরে দেখে নিন কোন তারকা কোন পুরস্কার পেলেন:
সেরা পরিচালক: ওম রাউত (তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র)
সেরা চলচ্চিত্র (সমালোচক): প্রতীক ভাটস (ইব আলে ও!)
সেরা অভিনেতা: ইরফান খান (আংরেজি মিডিয়াম)
সেরা অভিনেতা (সমালোচক): অমিতাভ বচ্চন (গুলাবো সিতাবো)
সেরা অভিনেত্রী: তাপসী পান্নু (থাপ্পড়)
সেরা অভিনেত্রী (সমালোচক): তিলোত্তমা সোম (স্যর)
সেরা সহ-অভিনেতা: সইফ আলী খান (তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র)
সেরা সহ-অভিনেত্রী: ফারোখ খান (গুলাবো সিতাবো)
সেরা কাহিনী: অনুভব সুশীলা সিনহা ও মৃন্ময়ী লাগো ওয়াইকুল (থাপ্পড়)
সেরা চিত্রনাট্য: রোহেনা গেরা (স্যর)
সেরা সংলাপ: জুহি চতুর্বেদী (গুলাবো সিতাবো)
সেরা ডেবিউ পুরুষ পরিচালক: রাজেশ কৃষ্ণণ (লুটকেস)
সেরা ডেবিউ মহিলা পরিচালক: আলায়া (জওয়ানি জানেমন)
সেরা মিউজিক অ্যালবাম: প্রীতম (লুডো)
সেরা লিরিক্স: গুলজার (ছপাক)
সেরা পুরুষ প্লেব্যাক গায়ক: রাঘব চৈতন্য (থাপ্পড়)
সেরা মহিলা প্লেব্যাক গায়ক: আশিস কৌর (মলং)
সেরা শর্টফিল্ম (ফিকশন): অর্জুন
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এমকেআর