করোনার থাবা খুব ভালোভাবেই পড়েছে দেশের সংগীতাঙ্গনে। এবার ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন কণ্ঠশিল্পী তপন চৌধুরী ও প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীন।
গত ৯ এপ্রিল তপন চৌধুরীর করোনা পজিটিভ রিপোর্ট আসে আর ৮ এপ্রিল পজিটিভ রিপোর্ট পান ফরিদা পারভীন।
তপন চৌধুরী এখন কানাডা প্রবাসী। গানের টানে বছরের প্রায়ই দেশে ছুটে আসেন। এবার এই করোনা মহামারির দাপটে পরিবারসহ সবার সুরক্ষার কথা চিন্তা করে কানাডায় অবস্থান করছিলেন। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে গান গাওয়ার আমন্ত্রণ পেয়ে দেশে এসেছিলেন। তবে গান গাওয়ার সুযোগ পাননি আক্রান্ত হওয়ার কারণে। বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন এই সংগীত তারকা।
এদিকে সবার কাছে মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফরের। তিনি জানান, এই নন্দিত গায়িকার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। বর্তমানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশেষ তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
কিংবদন্তি এই দুই শিল্পী নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
রোববার (১১ এপ্রিল) করোনার আক্রান্ত হয়ে মারা গেছেন বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
জেআইএম