ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হাসপাতালে ফরিদা পারভীন, ফুসফুস আক্রান্ত ৫০ শতাংশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
হাসপাতালে ফরিদা পারভীন, ফুসফুস আক্রান্ত ৫০ শতাংশ ফরিদা পারভীন

সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীন। আক্রান্ত হওয়ার পর বাসা থেকে চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনেত্রী।

কিন্তু তার ফুসফুস ৫০ শতাংশ আক্রান্ত হওয়ায় তাকে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি জানিয়েছেন তার ছেলে ইমাম জাফর নোমানী। তিনি জানান, ফরিদা পারভীনের করোনা শনাক্ত হয় গত ৮ এপ্রিল। সোমবার (১২ এপ্রিল) দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ইমাম জাফর নোমানী বলেন, আম্মার সিটি স্ক্যানের রিপোর্ট অনুযায়ী তার ফুসফুসের প্রায় ৫০ শতাংশ আক্রান্ত হয়েছে। চিকিৎসকের বিশেষ পরামর্শে খুব দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওনার সুস্থতার জন্য দোয়া করবেন সবাই।

১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোর জেলার সিংড়া থানার শাওল গ্রামে জন্মগ্রহণ করেন ফরিদা পারভীন।

জন্ম নাটোরে হলেও বড় হয়েছেন কুষ্টিয়ায়। ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গাইতে শুরু করেন। পরবর্তীকালে ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। সাধক মোকসেদ আলী শাহের কাছে ফরিদা পারভীন লালনসংগীতে তালিম নেন।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।