সব পুরাতনকে সরিয়ে বৈশাখের রুদ্ররূপের হাত ধরে এলো বাংলা নতুন বছর। বুধবার (১৪ এপ্রিল) বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪২৮।
পহেলা বৈশাখ উপলক্ষে ‘মনের কথা পহেলা বৈশাখে’ শিরোনামের একটি গান প্রকাশ পেয়েছে ইউটিউবে। সালাউদ্দিন সাগরের কথায় ও এফ এ প্রিতমের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন আকাশ সেন। এর সংগীত করেছেন আহমেদ সজীব।
গানটির ভিডিওতে মডেল হয়েছেন সাঞ্জু জন ও মৌমিতা মৌ। মাইকেল বাবু ও রতনের কোরিওগ্রাফিতে ভিডিও পরিচালনা করেন জসিম উদ্দিন।
গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী আকাশ সেন বলেন, ‘মনের কথা পহেলা বৈশাখে’ গানটি আমার ভীষণ প্রিয়, আশা করছি শ্রোতাদের ভালো লাগবে। গানটি কথাও বেশ সাধারণ, ভালো লাগার একটি গান। ’
‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘স্বপ্ন যে তুই’, ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘রোমিও বনাম জুলিয়েট’, ‘অগ্নি-২’, ‘অঙ্গার’সহ বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন কলকাতা কণ্ঠশিল্পী আকাশ সেন।
বুধবার জারা মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
জেআইএম