ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ পরাজিত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মে ২, ২০২১
তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ পরাজিত সায়নী ঘোষ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ২৯২ আসনের ভোট গণনা চলছে। রোববার (০২ মে) সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়েছে।

আসানসোল-দক্ষিণের তৃণমূল প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী সায়নী ঘোষ। তৃণমূল জয়ের দিকে এগোলেও জয় পেলেন না তিনি। তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তাকে হারিয়ে জয় ছিনিয়ে নিলেন।

এদিন সকালে হলুদ শাড়িতে ভোট গণনাকেন্দ্রের বাইরে হাজির হয়েছিলেন সায়নী। তখন জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছিলেন তিনি।

সেসময় সায়নী ঘোষ বলেন, ‘এত পরীক্ষা দিয়েছি, স্কুল, কলেজে, ইন্টারস্কুল অ্যাক্টিভিটি, কম্পিটিশনে যোগ দিয়েছি, কিন্তু এরকম পরীক্ষা কোনোদিন দিইনি। আমি নিশ্চিত যে, এইটা দিয়ে আমার পথ চলা শুরু হলো। বাবা মায়ের চূডা়ন্ত টেনশন হচ্ছে। বারবার করে ফোনে খবর নিচ্ছে। দুজনেরই শরীরটা ভালো নেই। তাই আসানসোল থেকে কলকাতা যাওয়া আসা করতে হয়েছে। আমার বাবা মায়ের যত বয়স হচ্ছে, তারা তত বাচ্চা হয়ে যাচ্ছে। যাই হোক, আশা করছি তাদের ও মানুষের আশীর্বাদে, আমি জিতব। ’

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মে ০২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।