ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই জিতলেন অদিতি মুন্সি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, মে ২, ২০২১
প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই জিতলেন অদিতি মুন্সি

‘তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে’, রিয়েলিটি শোয়ে ভজন গেয়ে কোটি মানুষের মন জয় করেছিলেন সংগীতশিল্পী অদিতি মুন্সি। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবার তৃণমূলের প্রার্থী হয়ে বিধানসভা নির্বাচনে জয়ী হলেন অদিতি।

রাজারহাট গোপালপুর বিধানসভা নির্বাচনে প্রথমবার ভোটে দাঁড়িয়ে জিতলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী অদিতি মুন্সি। এই আসনে বিজেপির প্রার্থী ছিলেন শমীক ভট্টাচার্য। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়িয়েছেন সিপিআইএমের শুভজিৎ দাশগুপ্ত।

রাজারহাট-গোপালপুর উত্তর ২৪ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র। ২০১১ সালের আগে পর্যন্ত রাজারহাট (তফসিলি জাতি) বিধানসভা কেন্দ্র ছিল। ২০১১ সালের পর থেকে দু’টি বিধানসভা কেন্দ্র হয়। রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্র এবং রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্র।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ০২, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।