ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

হেরে গেলেন রুদ্রনীল ঘোষ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, মে ২, ২০২১
হেরে গেলেন রুদ্রনীল ঘোষ রুদ্রনীল ঘোষ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবার বিজেপির প্রার্থী হয়ে বেশ আলোচনায় ছিলেন জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। তবে তৃণমূলের শক্তিশালী প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে হেরে গেছেন বিজেপির এই তারকা প্রার্থী।

বেশ ভালো সংখ্যার ভোটে হারলেন বিজেপি-র তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ ও বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) পক্ষে এই কেন্দ্রে দাঁড়ানো কংগ্রেসের প্রার্থী মহম্মদ সাদাব খান।

ভাবনীপুরের ফলাফল তৃণমূলের তরফে যাওয়ার পরেই একটি টুইট করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেত্রী নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘আজ আমি বাবাকে খুব মিস করছি। মিস করছি ‘ভবানিপুরের গালি’। মিস করছি ওঁর সেই আনন্দেভরা বিদ্রুপ। অসংখ্য ফোন কল যা তিনি করতেন অন্য মতাদর্শের মানুষকে উপহাস করার জন্য। ওঁর সম্মানেই আজ আমার বাড়ির সমস্ত ঘরের টিভির ভলিউম রয়েছে ৯০-তে। ’

স্বস্তিকা মুখার্জি

২০২০ সালের ১১ মার্চ মারা যান স্বস্তিকা মুখোপাধ্যায়ের বাবা অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও দাপটের সঙ্গে অভিনয় করে গিয়েছেন তিনি। তপন সিংহের ‘রাজা’ ছবি দিয়ে তার বড়পর্দায় অভিনয়ের শুরু। হারমোনিয়াম’, ‘সংসার সীমান্তে’, ‘গণদেবতা’-সহ অজস্র ছবিতে কাজ করেছেন তিনি।  

রাজনীতি নিয়ে সেভাবে কখনোই মন্তব্য করেন না স্বস্তিকা। বরং, এসব থেকে দূরত্ব বজায় রেখে চলতেই পছন্দ করেন। তবে, আর পাঁচটা বাঙালির মতো ভোট নিয়ে উন্মাদনা তো থাকেই! কোন কেন্দ্রে কোন দল জিতছে, কোন দল হারছে, তা কে না জানতে চায়। পাশাপাশি, যেখানে চলতি বছরের বিধানসভা ভোটে লড়েছেন তার বেশকিছু সহকর্মী!

আরও পড়ুন:

আরও পড়ুন: 

>>বিজেপির প্রার্থী অভিনেত্রী পায়েল সরকারও হেরেছেন

>>লজ্জাজনক হারের পথে অভিনেত্রী শ্রাবন্তী

>>দিদির মুখে হাসি ফোটাতে পেরে খুশি লাভলি মৈত্র

>>তৃণমূলের হয়ে চিরঞ্জিত চক্রবর্তীর হ্যাট্রিক বিজয়

>>হেরে গেলেন রুদ্রনীল ঘোষ

>>প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই জিতলেন অদিতি মুন্সি

>>বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতার বড় শক্তি: কঙ্গনা

>>তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ পরাজিত

>>বাঙালি প্রমাণ করল, আমাদের কেনা যায় না: নচিকেতা

 

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ০২, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।