পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বার প্রার্থী হয়ে প্রথম জয় পেলেন চিত্রনায়ক সোহম চক্রবর্তী। তৃণমূলের হয়ে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর কেন্দ্র থেকে ভোটে জিতেছেন তিনি।
রোববার (০৩ মে) নির্বাচনের ফল ঘোষণার পর বাধ ভাঙা আনন্দে ভাসছিলেন এই অভিনেতা। কিন্তু নির্বাচনের ফল ঘোষণার দিনই অভিনেতার পরিবারে নেমে এলো কালো অন্ধকার। অস্বাভাবিক মৃত্যুতে মারা গেছেন সোহমের শ্যালিকা পারমিতা নাথ (৩৫)।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম জানায়, রোববার কেষ্টপুরের এএইচ ব্লকের অভিজাত ফ্ল্যাট থেকে পারমিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকা। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বোনের মৃত্যুর খবর শুনে সঙ্গে সঙ্গে কেষ্টপুরে ছুটে গেছেন সোহমের স্ত্রী তনয়া পাল। এই ঘটনায় পারমিতা নাথের স্বামী রুদ্রপ্রসাদ ও শাশুড়ি বাসন্তী নাথকে গ্রেপ্তার করেছে পুলিশ। দু’জনের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করেছেন সোহমপত্নী।
তনয়ার অভিযোগ, পারমিতাকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। ডিভোর্সের জন্যও চাপ দেওয়া হচ্ছিল।
প্রাথমিকভাবে পুলিশও মানসিক অবসাদেই পারমিতা আত্মহত্যা করেছেন বলে ধরনা করছে।
এদিকে, ১৯৮৭ সালে ‘মেজ বৌ’ সিনেমার মধ্য দিয়ে শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় অভিষেক হয় সোহমের। এরপর প্রাপ্তবয়স্ক হয়ে ‘এক টুকরো চাঁদ’, ‘অমানুষ’, ‘বোঝে না সে বোঝে না’, ‘গল্প হলেও সত্যি’, ‘জামাই ৪২০’র মতো বেশকিছু সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।
২০১৬ সালে রাজনীতিতে পা দেন সোহম। সে বছর বড়জোড়া প্রার্থী হয়ে জয় পাননি তিনি। তবে তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২১ সালের নির্বাচনে অবশেষে প্রথমবার জয়ের স্বাদ পেলেন এই তারকা।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, মে ০৩, ২০২১
জেআইএম