ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তথাগতর কটাক্ষের প্রতিবাদে নুসরাত, চটলেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, মে ৪, ২০২১
তথাগতর কটাক্ষের প্রতিবাদে নুসরাত, চটলেন শ্রীলেখা নুসরাত জাহান ও শ্রীলেখা মিত্র

পশ্চিমবঙ্গের বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় বিধানসভা নির্বাচনের তিন তারকা প্রার্থী তনুশ্রী চক্রবর্তী, পায়েল সরকার এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেছেন। যার প্রতিবাদ করেছেন সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহান এবং অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

মঙ্গলবার (০৪ মে) টুইটারে তথাগত রায় শ্রাবন্তী, তনুশ্রী ও পায়েলকে ‘নগরীর নটী’ বলে কটাক্ষ করেছেন। এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে নুসরাত জাহান পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারকে বলেন, ‘আমি বরাবরই বলে এসেছি বিজেপি নারীর প্রধান শত্রু। এই দল কখনো নারীকে সম্মান করতে পারেনি, পারবেও না। মেয়েদের ওরা এভাবেই দেখে। তাদের যে সম্মান করা উচিত, সেই শিক্ষাটাই ওদের মধ্যে নেই। সেই জন্যই যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গে রোমিও স্কোয়াডের কথা বলতে পেরেছিলেন। ’

এদিকে এই বিষয়ে কথা বলতে গিয়ে রেগে যান শ্রীলেখা। তিনি বলেন, ‘ওরা (তারকা প্রার্থীরা) জানত গেরুয়া শিবির নারীদের কী চোখে দেখে। তারপরেও গিয়েছিল কোনো বিজেপিতে যোগ দিতে! নিজেদের অপমানের রাস্তা ওরা নিজেরাই তৈরি করেছে। কাউকে কিচ্ছু বলার নেই। ’

আরও পডুন> পায়েল-শ্রাবন্তীদের ‘নগরীর নটী’ বললেন বিজেপি নেতা তথাগত

এর আগে টুইটারে তথাগত রায় লেখেন, ‘পায়েল-শ্রাবন্তী-তনুশ্রীরা ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাদেরকে টিকিট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি?’

তথাগত এমন ‘ভাষা’ ব্যবহার নিয়ে এর আগেও বিতর্কের মুখে পড়েছিলেন। তবে আগে বিরোধীদের সমালোচনা করলেও এবার তিনি নিজের দলের প্রার্থীদের দিকেই আঙুল তুললেন।  

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মে ০৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।