ভারতে ভয়াবহ করোনা মহামারিতে মানুষের জীবন বাঁচাতে তারকারাও বিভিন্নভাবে এগিয়ে আসছেন। এবার করোনা মোকাবিলায় ৭ কোটি রুপির ত্রাণ তহবিল গঠন করতে উদ্যোগী হলেন তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা।
ভারতে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। যে কারণে আইপিএল মাঝপথে বন্ধ করতে বাধ্য হয়েছে বিসিসিআই। এর মাঝেই আজ শুক্রবার (৭ মে) সরাসরি কোভিড আর্তদের জন্যে সাহায্যের কথা ঘোষণা করেছেন বিরাট কোহলি এবং আনুশকা শর্মা। অবশ্য আরও আগেই এই সহায়তার কথা ঘোষণা দিয়েছিলেন ভারত অধিনায়ক। আজ তিনি কথা রাখলেন এবং সবাইকে সহায়তার হাত বাড়ানোর আবেদনও জানিয়েছেন।
শুক্রবার টুইটারে বিরাট এবং আনুশকার দুজনেই একই ভিডিও পোস্ট করেছেন। দুটি ভিডিওতে ভিন্ন বার্তা শোনা যায়। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়েছেন ক্রিকেট-বলিউডের এই তারকা দম্পতি। কোহলি লিখেছেন, 'আপনারা সবাই এগিয়ে এসে সাহায্য করলে আমরা কৃতজ্ঞ থাকব। চলুন একসঙ্গে এই লড়াই করি। আশেপাশে যাদের দরকার, তাদের সাহায্যের জন্যে এগিয়ে আসুন। '
অন্যদিকে বলিউড তারকা আনুশকা শর্মা বলেন, 'কোভিড-১৯-এর বিরুদ্ধে আমাদের দেশ লড়াই করছে। স্বাস্থ্যকর্মীরা কঠিন পরিস্থিতির মুখোমুখি। মানুষের কষ্ট দেখে আমাদের মন ক্রমশ ভেঙে যাচ্ছে। তাই কোভিড-১৯ ঠেকানোর জন্য অর্থ সংগ্রহে বিরাট এবং আমি একটা নতুন উদ্যোগ শুরু করছি। '
As our country battles the second wave of Covid-19, and our healthcare systems are facing extreme challenges, it breaks my heart to see our people suffering.
— Anushka Sharma (@AnushkaSharma) May 7, 2021
So, Virat and I have initiated a campaign #InThisTogether, with Ketto, to raise funds for Covid-19 relief. pic.twitter.com/q71BR7VtKc
ভারতে এখন প্রতিদিন তিন লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। মারা যাচ্ছে হাজার হাজার। মৃতদেহ সৎকারের স্থানও সংকুলান হচ্ছে না! নিজের ভিডিওতে কোহলি আরও বলেন, 'আমরা ইতিহাসের অন্যতম চরম কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়ে আমাদের প্রত্যেককে এক থাকতে হবে এবং যত বেশি সম্ভব মানুষকে সাহায্য করতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ০৭, ২০২১
এমকেআর