নাম নিয়ে বিড়ম্বনায় আলতাফ হোসেন। তার দাদি আদর করে ডাকতেন আলতু বলে।
শুরু থেকেই নামের এমন বিকৃতির প্রতিবাদ করে আসছেন আলতু। নামের আদ্যাক্ষর ‘আ’ কে সামনে এনে বোঝানোর চেষ্টা করে আ-তে আলতু হয় ফালতু না! তবুও তার পরিত্রাণ নেই। সচেতন ভাবেই মানুষ তাকে ফালতু বলে ডেকে আনন্দ পায়। মাঝে-মধ্যে এ নিয়ে আলতুর সাথে অপ্রীতিকর ঘটনাও ঘটে যায়-সবাই এটাকে স্বাভাবিক ভাবেই মেনে নিয়েছে। আলতুকে ফালতু বলে ডাকা রীতিমত একটা বিনোদনের বিষয়ে পরিণত হয়ে গেছে।
এমন একটি ভিন্ন রকম গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন’। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা।
এতে আলতাফ হোসেনের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়া নাটকটিতে আরও রয়েছেন- শাহনাজ খুশি, বৃন্দাবন দাস, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, নাদিয়া মিম, প্রাণ রায়, শিরিন আলম, মাসুদ রানা মিঠু, সোহানা শারমিন, আশরাফ রবিসহ অনেকে।
‘কাঁটা হেরি ক্ষান্ত কেন’ ঈদের সাত দিন রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, মে ০৮, ২০২১
জেআইএম