বিদেশি রিয়্যালিটি শো’য়ে গান গেয়ে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া গায়ক মাঈনুল আহসান নোবেল একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করেই চলেছেন। তবে এখন তিনি ক্ষমা চেয়ে বার বার পোস্ট দিচ্ছেন তার অফিসিয়াল ফেসবুক পেজে।
কিছুদিন আগেই ‘নগর বাউল’ জেমসকে নিয়ে ধারাবাহিক কুরুচিপূর্ণ পোস্ট দিয়েছিলেন নোবেল। তারপর তার পেজ হ্যাক হয়েছিল বলে তিনি দাবি করেন। পেজ উদ্ধার হয়েছে বলেও ঘোষণা দিয়েছিলেন। তবে এবার নোবেল কার্যত স্বীকার করলেন, জেনে বুঝে নিজেই সেসব পোস্ট করেছিলেন ফেসবুকে। আর তার জন্য এখন তিনি অনুতপ্ত।
মঙ্গলবার (১৮ মে) রাতে নোবেল ফেসবুক পোস্টে লেখেন, ‘জেমস্ ভাই। আমার তো মায়ের পেটের বড় ভাই নাই। যদি থাকতো, আমি তাকে আপনার মত করেই ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। জেনে না জেনে, বুঝে না বুঝে, রাগ অভিমানে, অনেক অন্যায় করে ফেলেছি। গুরু!! যে ভুল আমি করেছি, সে ভুলের ক্ষমা চাওয়ার যোগ্য আমি নই। তবুও, যদি নিজের ছোট ভাই এবং আপনার সবচেয়ে বড় ভক্ত মনে করে আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখতেন, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম। ’
তবে নোবেলের এই পোস্টে ৩০ হাজারের বেশি কমেন্টে তাকে তীব্র সমালোচনা ও আক্রমণ করেছেন নেটিজেনরা। বিশেষত ‘গুরু’কে ভাই বলে সম্বোধন করায় ক্ষেপেছেন সংগীতপ্রেমীরা। তারা এটাও মনে করাচ্ছেন, বিদেশি টিভি চ্যানেলে গিয়ে ‘গুরু’র চেয়েও জুনিয়র শিল্পীদের ‘স্যার’ সম্বোধন করে এখন ‘গুরু’কে ‘ভাই’ বলছেন কেন? তাছাড়া পেজ হ্যাক করার নাটক এবং একের পর এক বিতর্কিত কাজের অভিযোগ তুলে আক্রমণ করেন তারা।
আরেক পোস্টে তার ক্ষমা চাওয়ার একটি সংবাদ শেয়ার করে নোবেল লিখেছেন, ‘আপনাদের কাছে আকুল আবেদন, দয়া করে আমায় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তো আপনাদেরই একজন। তাই নয় কি?’
এর আগে সকল সাংবাদিকের কাছে নিজের ভুল স্বীকার করে পোস্ট দেন নোবেল। তিনি লেখেন, ‘রোড এক্সিডেন্ট-এর পর আমাকে কেউ একবার কল করে খবর নিল না। নিজের আবেগ আসলে ধরে রাখতে পারি নাই। আমি মাত্র ২৪ বছর বয়সী একজন তরুণ শিল্পী। আমিও তো দেশের জন্য সুনাম কুড়িছে এনেছি। আমি না হয় ভুল করব। সেগুলি ভুল ধরে দেওয়ার দায়িত্ব তো আপনাদের। সেখানে অনেকেই আমাকে প্রতিনিয়ত হেয় করছেন। তাই আসলে রাগ সামলাতে পারিনি। আমি সকল সাংবাদিক ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে কথা দিচ্ছি পরবর্তীতে এরকম ভুল আর হবে না। ’
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ১৯, ২০২১
এমকেআর