একদিকে ফিলিস্তিনে নিরীহ মানুষের ওপর ইসলায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে চলছে ধিক্কার, অন্যদিক দেশের বুকে সাংবাদিক রোজিনা ইসলামের পক্ষেও ক্ষোভ প্রকাশ করছেন সচেতন মহল। এবার এ নিয়ে মুখ খুললেন চঞ্চল চৌধুরী।
চঞ্চল চৌধুরী কেন ফিলিস্তিনের সংকট নিয়ে তার অবস্থান জানাচ্ছেন না। তার মতামত কেন তিনি প্রকাশ করছেন না - এ নিয়েও নেটিজেনদের আলোচনা-সমালোচনা। অবশেষে নিজের অবস্থান তুলে ধরলেন নন্দিত অভিনেতা।
নিজের ফেসবুক পেজে চঞ্চল চৌধুরী লেখেন, ‘প্রিয় ভাই বোনেরা, সালাম নেবেন। ফিলিস্তিনি সংকটে আমি কেন কোনো পোস্ট এখন পর্যন্ত দেই নাই, এটা নিয়েও অনেক আলোচনা এবং সমালোচনা। এই সংকট যখন তুঙ্গে, তখন আমার পরিচয় পর্ব নিয়ে অনেককেই আমি ব্যস্ত থাকতে দেখেছি। আমিও খুব অস্বস্তিকর সময় পার করেছি বিধায়, এই বিষয়ে কোনো কথা বলা হয়নি। আমার পক্ষ বিপক্ষের হিসেব নিয়েও অনেকের সচেতনতা আমাকে মুগ্ধ করেছে।
এখন বলি, শুধু ফিলিস্তিনি নয়, পৃথিবীর যেকোনো প্রান্তের, যেকোনো ধর্মের মানুষ যদি অন্যায় আক্রমণের স্বীকার হয়, আমি তাদের [আক্রান্তদের] পক্ষে।
প্রতিবাদ জানাই ফিলিস্তিনির পক্ষে, প্রতিবাদ জানাই রোজিনা ইসলামের পক্ষ হয়ে। আমার এই প্রতিবাদে যদি কোনো মানুষের কল্যাণ হয়, আমি তার বা তাদের পক্ষে। কিন্তু অযথা জ্ঞান বা গালি দিয়ে আমাকে বিব্রত করবেন না। মানুষের জয় হোক। ’
এর আগে অপর পোস্টে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি চেয়ে চঞ্চল চৌধুরী লেখেন, ‘করোনা’র কারনে আমরা যে মুখোশ পরা শুরু করেছি, সে অভ্যাস টা চলমান থাক। কিন্তু আসুন, আসল মুখোশটা খুলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই। দৃপ্ত কন্ঠে আওয়াজ তুলি, ‘রোজিনা ইসলামের মুক্তি চাই”।
আরও পড়ুন:>> ‘ধর্ম নিয়ে রুচিহীন প্রশ্ন বন্ধ হোক’, বিব্রত চঞ্চল চৌধুরী
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মে ১৯, ২০২১
এমকেআর