ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

বিনোদন

শাহরুখের সিনেমা থেকেও বাদ পড়লেন কার্তিক!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, মে ২৮, ২০২১
শাহরুখের সিনেমা থেকেও বাদ পড়লেন কার্তিক! কার্তিক আরিয়ান

ক্যারিয়ারে আবারও বড় ধাক্কা খেলেন বলিউডের নতুন ক্রেজ কার্তিক আরিয়ান। করণ জোহরের পর এবার শাহরুখ খানের প্রযোজনা সংস্থার সিনেমা ‘ফ্রেডি’ থেকেও তার নাম কাটা পড়লো।

যদিও শাহরুখের প্রযোজনা সংস্থা বা কার্তিকের পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। শোনা যাচ্ছে, অজয় বহেল পরিচালিত এই সিনেমার চিত্রনাট্য বদলের দাবি করেছিলেন কার্তিক। ভারতীয় সংবাদ সূত্রের মতে, পরিচালক বদলেরও প্রস্তাব ছিল তার। এই সিনেমার কাজের তারিখ নিয়ে সমস্যা হচ্ছিল কার্তিকের। তার বিপরীতে কাজ করার কথা ছিল ক্যাটরিনা কাইফের। কার্তিক নাকি সাইনিং অ্যামাউন্ট ফেরত দিয়েছেন প্রযোজনা সংস্থাকে।

গত এপ্রিল মাসে করণ জোহর প্রযোজিত ‘দোস্তানা টু’ থেকে বাদ দেওয়া হয় অভিনেতাকে। তার সঙ্গে ছিলেন জাহ্নবী কাপুর এবং নবাগত শিল্পী লক্ষ্য। ধর্মা প্রোডাকশনসের বিবৃতিতে জানানো হয়, ‘পেশাগত জটিলতার কারণে এই বিষয়ে সম্মানজনক নীরবতা বজায় রাখা হচ্ছে। ছবির কাস্ট পরিবর্তন করা হবে। ’ 

এই জটিল সময়ে সামাজিকমাধ্যমেও অনুপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান। দিনকয়েক পরে আবার ভক্তদের মধ্যে ফিরে এলেও, এই সংক্রান্ত কোনও পোস্ট কার্তিক করেননি।

তবে বলিউডের প্রভাবশালী দুই প্রযোজনা সংস্থা থেকে পরপর বাদ পড়ায় কার্তিকের ক্যারিয়ারে যে এখন বড় প্রশ্নচিহ্ন ঝুলছে, তা বলার অপেক্ষা রাখে না। করণের সঙ্গে শাহরুখের ঘনিষ্ঠতা কারও অজানা নয়। পরপর দু’টি ঘটনায় অনেকেই বলিউডের ‘লবিবাজি’ ও ‘স্বজনপোষণ’-এর আঁচ পাচ্ছেন। করণ জোহরের সিনেমা থেকে বাদ পড়ার পরে নেটিজেনের একাংশ এই অভিযোগ তুলেছিলেন।  

ইন্ডাস্ট্রির বাইরে থেকে আসা কার্তিক গত কয়েক বছরে বড় পরিচালকের সিনেমাতে কাজ করেছেন। অভিনেতার সাফল্যই কি তার বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে? সুশান্ত সিং রাজপুতের অকালপ্রয়াণের পরে যে প্রশ্ন বলিউডকে কার্যত দু’টি শিবিরে ভাগ করে দিয়েছিল, কার্তিকের ঘটনাও সেই জল্পনাকে উস্কে দিচ্ছে। একটি সূত্রের মতে, মতবিরোধের কারণে কার্তিক স্বেচ্ছায় শাহরুখের সিনেমা ছেড়েছেন।

ছবিতে কাস্টের বদল বলিউডে চলতে থাকে। কিন্তু সিনেমা চুক্তি করার পরে বা কয়েকদিন শুট করার পরে শিল্পী বদলের ঘটনায় ইন্ডাস্ট্রির অন্দরের সমীকরণ নিয়ে প্রশ্ন উঠছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ২৮, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।