ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

বিনোদন

করোনায় মারা গেলেন ‘ইন্দু কি জাওয়ানি’ সিনেমার প্রযোজক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মে ২৯, ২০২১
করোনায় মারা গেলেন ‘ইন্দু কি জাওয়ানি’ সিনেমার প্রযোজক

বলিউডে আবারও করোনা ভাইরাসের ভয়ানক থাবা পড়েছে। এবার চলে গেলেন গত বছরের আলোচিত হিন্দি সিনেমা ‘ইন্দু কি জাওয়ানি’র প্রযোজক রায়ান স্টিফেন।

 

বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন রায়ান। করোনার সঙ্গে লড়াই করে অবশেষে হেরে গেলেন তিনি। শনিবার (২৯ মে) সকালে ভারতের গোয়ায় মৃত্যু হয় তার।  

দীর্ঘদিন ধরে শোবিজের সঙ্গে যুক্ত ছিলেন রায়ান। তার প্রযোজিত সর্বশেষ সিনেমা কিয়ারা আদবাণী অভিনীত ‘ইন্দু কি জাওয়ানি’ মুক্তি পেয়েছে গত বছর ডিসেম্বরে। এছাড়া তার প্রযোজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেবী’ও বেশ প্রশংসিত হয়। রায়ানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দিয়া মির্জা, আলিয়া ভাট, কিয়ারা আদবাণী, বরুণ ধাওয়ান ও মনোজ বাজপেয়ীয়ের মতো তারকারা।

সামাজিক মাধ্যমে অভিনেতা বরুণ ধাওয়ান লেখেন, রায়ানের আত্মার শান্তি কামনা করছি।  

‘ইন্দু কি জওয়ানি’র কেন্দ্রীয় চরিত্রের কিয়ারা লেখেন, আমাদের খুব কাছের রায়ান খুব তাড়াতাড়ি চলে গেলেন।

খুব কম বয়সে এই প্রযোজকের চলে যাওয়া বলিউড ইন্ডাস্ট্রির কেউই যেন মেনে নিতে পারছেন না।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মে ২৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।