ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

বিনোদন

ইন্দোনেশিয়ান গায়িকা চিতাতার গান গাইলেন হিরো আলম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুন ৫, ২০২১
ইন্দোনেশিয়ান গায়িকা চিতাতার গান গাইলেন হিরো আলম হিরো আলম ও চিতা চিতাতা

ঘোষণা দিয়েই একে একে বিশ্বের নানা ভাষার গান গাইছেন যোগাযোগ মাধ্যমের আলোচিত-সমালোচিত ব্যক্তি হিরো আলম।  

এবার তিনি গাইলেন জনপ্রিয় ইন্দোনেশিয়ান শিল্পী চিতা চিতাতার গান ‘আকু মা অ্যাপা আতুহ’।

শনিবার (৫ জুন) গানটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।
 
হিরো আলম জানিয়েছেন, ইন্দোনেশিয়ান ভাষায় তার গাওয়া এ গানটি এক প্রেমিক যুগলের বিরহের গান।  

গানটির সঙ্গে স্টুডিও ভার্সনের ভিডিও তৈরি করে তা প্রকাশ করেছেন হিরো আলম। মডেল হিসেবে নিজেই ভিডিওতে হাজির হয়েছেন তিনি।  

এর আগে বাংলা, আরবি, হিন্দি, চীনা ও ইংরেজি ভাষার গান গেয়ে তা ইউটিউবে প্রকাশ করেছেন হিরো আলম। সর্বশেষ তার আরবি ভাষার গানের ভিডিও ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। গানের ভিডিওতে শেখের ভূমিকায় দেখা দেন তিনি। যমুনা নদীর চরকে উষ্ণ মরুভূমি রূপে তুলে ধরে মিউজিক ভিডিওটির শুটিং করেন।

হিরো আলম একের পর এক গান গেয়ে আলোচনায় থাকছেন সেভাবেই। তবে হিন্দি গান গেয়ে বেশ তোপের মুখে পড়তে হয়েছিল তাকে। ‘বাবু খাইছো’ নামের একটি গান গেয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার।  

 

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জুন ০৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।