ঢাকায় ছোট ভাইসহ একটি মেসে থাকেন ইমতিয়াজ। শিক্ষিত হয়েও ভ্যানগাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি।
তারা অনুসরণ করে দেখেন, ইমতিয়াজ মাঝে মাঝে ভ্যানগাড়ি চালানোর পাশাপাশি স্যুট পরে বিভিন্ন অফিস থেকে বের হয়ে আসেন! আসলে তিনি ভ্যানচালক, নাকি অন্য কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত; তা খুঁজতে শুরু করেন জয়ন্তী ও টুম্পা। সত্যটা জানতে হুট করে একদিন ইমতিয়াজের বাসায় পৌঁছে যান তারা। কিন্তু সেখানে গিয়ে দুই বান্ধবী খুব অবাক হয়ে যান।
এমনই গল্পে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘ব্যাগবন্দি স্বপ্ন’। তারেক মিয়াজীর রচনায় এটি পরিচালনা করেছেন সরদার রোকন। সম্প্রতি রাজধানীতে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও সাদিয়া জাহান প্রভা। আরও রয়েছেন সূর্য্য দীপ্ত সূর্য ও রেশমি।
এ প্রসঙ্গে নির্মাতা সরদার রোকন বলেন, অন্যরকম একটি গল্প ‘ব্যাগবন্দি স্বপ্ন’। বড় ভাই ছোট ভাইয়ের জন্য বাবার পরে কতটুকু ত্যাগ স্বীকার করতে পারেন, তার এক উজ্জল দৃষ্টান্ত এই নাটকটি। বেকার না থেকেও যে জীবনমুখী কিছু করা যায় তা-ই দেখা যাবে নাটকটিতে।
তারেক মিয়াজী বলেন, গল্প লেখার সময় দর্শকদের একটি মেসেজ দেওয়ার বিষয়টি মাথায় রেখেছিলাম। আশা করি এটি সবার ভালো লাগবে।
আসন্ন ঈদুল আযহায় ‘ব্যাগবন্দি স্বপ্ন’ একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জুন ২৯, ২০২১
জেআইএম