ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

বিনোদন

লিমনের গল্পে পরিচালক হলেন নিকুল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জুলাই ৪, ২০২১
লিমনের গল্পে পরিচালক হলেন নিকুল নিকুল মন্ডল ও লিমন আহমেদ

মঞ্চ থেকে ছোট ও বড়পর্দায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন অভিনেতা নিকুল মন্ডল। এবার তার অভিষেক হতে যাচ্ছে পরিচালক হিসেবে।

সম্প্রতি লিমন আহমেদের লেখা গল্পে ‘নুরুলের শেষের কবিতা’ নামের একটি নাটক নির্মাণ করেছেন তিনি।  

নাটকটিতে অভিনয় করেছেন ‘ঊনপঞ্চাশ বাতাস’খ্যাত তারকা ইমতিয়াজ বর্ষণ। তার প্রেমিকা চরিত্রে দেখা যাবে লাক্স তারকা নাজিয়া হক অর্ষাকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন ট্রান্সজেন্ডার হোচিমিন।

নাটকটি প্রসঙ্গে পরিচালক নিকুল মন্ডল বলেন, আমার পরিচালক হিসেবে যাত্রা শুরু হতে যাচ্ছে। অনেক আবেগ ও প্রত্যাশা মিশে আছে এই কাজে। আমি ধন্যবাদ জানাই এই নাটকের সঙ্গে সম্পৃক্ত সবাইকে। সবার ভালোবাসা নিয়ে পরিচালনায় নিয়মিত হতে চাই।

তিনি আরও জানান, নাটকটিতে এক কবির নীরব প্রেম ও বিরহ ফুটে উঠেছে। যেখানে দেখা যায়, প্রেমিকা কবিতার জন্য তার কবি হয়ে উঠা। সেই প্রেমিকাকে হারানোর কষ্ট বুক জমিয়ে রাখা।

‘নুরুলের শেষের কবিতা’ নাটকটিতে আরও অভিনয় করেছেন শহীদুল্লাহ সবুজ, মিলি বাশার, মাসুম বাশার, আনন্দ খালেদ, হিল্লোল সরকার, জাহিদ হিমেল, জুয়েল মিয়া প্রমুখ।

শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে বলে জানান নির্মাতা।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জুলাই ০৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।