ঢাকা: বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ফকির আলমগীরের প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জুলাই) সকাল ১১টা ১৬ মিনিটে রাজধানীর খিলগাঁওয়ের পল্লীমা সংসদ প্রাঙ্গণে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়৷
শুক্রবার (২৩ জুলাই) দিনগত রাতে করোনায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ফকির আলমগীর৷ এরপর তার মরদেহ ওই হাসপাতালের হিমাঘরে ছিলো৷ সেখান থেকে শনিবার সকাল পৌনে ১১টায় রাজধানীর খিলগাঁও পল্লীমা সংসদে তার মরদেহ নিয়ে আসা হয়৷
এখান থেকে ফকির আলমগীরের মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে৷ দুপুর ১২টায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় সেখানে ফকির আলমগীরের নাগরিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হবে৷ 'কঠোর বিধি-নিষেধের' মধ্যে স্বাস্থ্যবিধি মেনে এ নাগরিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হবে৷
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর শেষে বাদ যোহর খিলগাঁও এলাকায় মাটির মসজিদে ফকির আলমগীরের দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
জেআইএম/এএটি