ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চাষী নজরুল ইসলামের স্ত্রী জ্যোৎস্না কাজী আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
চাষী নজরুল ইসলামের স্ত্রী জ্যোৎস্না কাজী আর নেই চাষী নজরুল ইসলাম ও তার স্ত্রী জ্যোৎস্না কাজী

না ফেরার দেশে চলে গেলেন প্রয়াত নন্দিত পরিচালক চাষী নজরুল ইসলামে সহধর্মিণী ও লেখিকা জ্যোৎস্না কাজী। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

 

জ্যোৎস্না কাজীর মৃত্যুর তথ্যটি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক কাবিরুল ইসলাম রানা।

তিনি বলেন, জ্যোৎস্না ভাবি অনেকদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন। আজ আমাদের ছেড়ে চলে গেলেন। ওনার আত্মার শান্তি কামনা করছি।

এর আগে ‘ওরা ১১ জন’ খ্যাত কিংবদন্তি নির্মাতা চাষী নজরুল ইসলাম মারা যান ২০১৫ সালের ১১ জানুয়ারি। মৃত্যুর পর তার জীবন নিয়ে ‘টাটানগর থেকে বিএফডিসি’ নামের একটি বই লিখেছিলেন জ্যোৎস্না কাজী।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।