ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কেন্দ্রীয় শহীদ মিনারে

বন্ধুর শেষ বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন আবুল হায়াত

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
বন্ধুর শেষ বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন আবুল হায়াত কান্নায় ভেঙে পড়লেন আবুল হায়াত

নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তার দীর্ঘদিনের বন্ধু কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত।

বন্ধুর চলে যাওয়া কিছুতেই যেন মেনে নিতে পারছেন না তিনি।  

মঙ্গলবার (১২ অক্টোবর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ড. ইনামুল হককে শ্রদ্ধা নিবেদন করেন তার সহকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষরা। ফুল হাতে প্রিয় বন্ধুকে শেষ বিদায় জানাতে সেখানে হাজির হয়েছিলেন আবুল হায়াত।  

ড. ইনামুল হকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে আসার কিছুক্ষণ আগে শ্রদ্ধাঞ্জলি খাতাটি উল্টিয়ে দেখেন আবুল হায়াত। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এ অভিনেতা। চোখ গড়িয়ে জল আসতেই মুছে নেন তিনি। আর বলেন, ‘আমাদের বন্ধুত্ব ৫৫ বছরের। এই সংখ্যাটি এখন শুধুই শোকের। ’ 

এনামুল হকের মরদেহ আনা হলে এক গুচ্ছ ফুল দিয়ে প্রিয় বন্ধুকে শেষবারের মতো শ্রদ্ধা জানালেন আবুল হায়াত। তার সঙ্গে ছিলেন মেয়ে নাতাশা হায়াত। এমন সময় অঝোরে কাঁদতে লাগলে বরেণ্য এ অভিনেতা, নাতাশা সান্ত্বনা দেয়ার চেষ্টা করলেও থামাতে পারলেন না। অঝোরে কাঁদতে থাকেন তিনি।  

সেখানে থাকা গণমাধ্যমকর্মীরা এ অভিনেতার কাছে যেতেই বলেন, ‘আর পারছি না। কিছুই বলার নেই। ’

ড. ইনামুল হককে শ্রদ্ধা নিবেদনের এই আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সেখানে উপস্থিত ছিলেন ইনামুল হকের দুই জামাতা অভিনেতা লিটু আনাম ও সাজু খাদেম এবং দুই মেয়ে হৃদি হক ও প্রৈতি হক।

ড. ইনামুল হককে শ্রদ্ধা নিবেদন করেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ, অভিনেত্রী শাহনাজ খুশি, তানজিকা, নাতাশা হায়াত, মোমেনা চৌধুরী, বৃন্দাবন দাস, মীর সাব্বির, নির্মাতা অরণ্য আনোয়ারসহ অনেকে।

ড. ইনামুল হক ১১ অক্টোবর সকালে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন। এরপর বেলা ৩টার দিকে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। জানা যায়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।