ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যে কারণে সুইজারল্যান্ড ঘুরে পর্তুগালে যাবেন সুমি

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
যে কারণে সুইজারল্যান্ড ঘুরে পর্তুগালে যাবেন সুমি চিরকুট ব্যান্ডের ভোকাল শারমীন সুলতানা সুমি

পর্তুগালের পোর্তো শহরে আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপো (ওম্যাক্স)। বিশ্বের অন্যতম বড় এ সংগীত সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন চিরকুট ব্যান্ডের ভোকাল শারমীন সুলতানা সুমি।

এ উদ্দেশ্যে বুধবার (২০ অক্টোবর) ভোরে পর্তুগাল উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি।

যাওয়ার আগে সুমি জানান, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে সাউথ বাই সাউথ ওয়েস্ট ফেস্টিভ্যালে অংশ নিয়েছিল চিরকুট। উৎসবের পরিচালক টড পাকহাবের দলটির পরিবেশনা দেখে মুগ্ধ হন। তিনি আবার ওম্যাক্সের জুরি সদস্য। সেই সূত্রেই ওম্যাক্সে সুমিকে আমন্ত্রণ জানিয়েছেন টড।

জানা গেছে, পর্তুগালে যাওয়ার আগে সুইজারল্যান্ড ঘুরে যাবেন সুমি। এরপর ২৬ অক্টোবর যাবেন পর্তুগালে। সেখানকার প্রবাসী বাঙালিরা সুমিকে সংবর্ধনা জানাবেন। পর্তুগালে ওম্যাক্স-এর সম্মেলন চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। এরপর সুমি দেশে ফিরবেন ৭ নভেম্বর।

ওম্যাক্স-এর বিষয়ে আরও জানা গেছে, সেখানে এবার যোগ দেবেন ৯০ দেশের ২৬০ জন শিল্পীসহ সংগীতের সঙ্গে যুক্ত আড়াই হাজারের বেশি লোক। আগামী বছর এই সম্মেলনে চিরকুট গান করবে বলে আশা সুমির।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।